টি-টোয়েন্টি ক্রিকেটে খুব কম ই দেখা মিলে শতকের। ১২০ বলের খেলায় কোন ব্যাটারের পক্ষে ব্যক্তিগত শতক হাঁকানো সহজ কাজ নয়। শতকের চেয়ে কঠিন, প্রায় অসম্ভব কাজ হলো দ্বি-শতক হাঁকানো। সেই অসাধ্য, অসম্ভব কাজটিকেই সম্ভব করে দেখালেন সুবোধ ভাটি নামের দিল্লির এক ক্রিকেটার।
ক্লাব টি-টোয়েন্টি টুর্নামেন্ট এ দিল্লি একাদশের হয়ে সুবোধ এই অবিশ্বাস্য রেকর্ড করেন। সিমবার বিপক্ষে খেলতে নেমে সুবোধের দ্বি-শতকে তার দল ২৫৬ রান করে। যার মধ্যে সুবোধ ব্যক্তিগত ভাবে ২৫৯.৪৯ স্ট্রাইক রেটে ৭৯ বলে ২০৫ রানের অতি দানবীয় ইনিংস খেলেন। সুবোধের ইনিংসে ১৭টি করে চার ও ছয় হাঁকান।
ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চের মতো তারকা খেলোয়াড়েরাও টি-টোয়েন্টিতে দ্বি-শতক হাঁকাতে ব্যর্থ হন। সেখানে দিল্লির এই 'অক্ষ্যাত' ক্রিকেটারের এমন অর্জন তাক লাগিয়ে দিয়েছে সকলকে।
সুবোধ ভাটি তার ক্যারিয়ারে শুধু এবারই নয়। এর আগেও তার দ্বি-শতক হাঁকানোর রেকর্ড রয়েছে। ২০১৮ সালে সানজিওম ক্রিকেটার্স এর হয়ে ৫৭ বলে ২০৭ রান করেন, যেখানে ২১টি ছয়ের পাশাপাশি ১৩টি চার হাঁকান তিনি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]