ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটালো ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো ক্যারিবিয় নারীরা। সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে ছয় উইকেটে জয় লাভ করে তারা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরা নির্বাচিত হন ওয়েস্ট ইন্ডিজের স্টিফেন টেইলর।
রবিবার (৪ জুলাই) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে ব্যাট হাতে এদিন সুবিধা করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। পাকিস্তানের আলিয়া রিয়াজের ২৯, মুনেবা আলির ১৮ ও নিধা ধারের ১৭ রানের উপর ভর করে ১৯.৪ ওভারে ১০২ রানেই অল আউট হয়ে যায় তারা।
ওয়েস্ট ইন্ডিজ নারী দলের স্টেফানি টেইলর বল হাতে ছিলেন দুর্দান্ত। মাত্র ১৭ রান খরচায় তিনি ৪ উইকেট শিকার করেন। এছাড়া আনিসা মোহাম্মেদ নেন ৩ উইকেট। শ্যামিলার শিকার ২ উইকেট আর একটি উইকেট নেন ম্যাথিস।
১০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭ রানেই প্রথম তিন ব্যাটারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্যারিবিয়দের হয়ে দলের হাল ধরেন স্টেফানি টেইলর। তাকে যোগ্য সঙ্গী দেন কাইসিয়া নাইট ও ন্যাশন। টেইলরের ৪৩ রানের পাশাপাশি নাইটের ২৪ ও ন্যাশনের ২০ রানও দলের জয়ে ভূমিকা রাখে। পাকিস্তানের দিয়ানা বেইগ ২টি উইকেট লাভ করেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]