লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর মাঠে গড়াচ্ছে ৩০ জুলাই (শুক্রবার)। টি-টোয়েন্টি ফরম্যাটের এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ড্রাফটে নাম রয়েছে সাকিব আল হাসান-তামিম ইকবালসহ সাত বাংলাদেশির। তবে এবারের আসরে তাদের খেলার সম্ভাবনা কম। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি থাকার কারণে সাকিব-তামিমরা এলপিএলে খেলার ফুসরত পাবেন না।
এলপিএলের দ্বিতীয় আসর শুরু ৩০ জুলাই, আর ২ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। অজিদের বিপক্ষে সিরিজ শেষ করেও অবসর নেই বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।
ক্রিকেটারদের এমন ব্যস্ত সূচিতে এলপিএল খেলার সুযোগ মিলবে কিনা তা নিয়ে সন্দিহান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, 'ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থাকায় তারা এলপিএলের শুরু থেকে খেলতে পারবে না। অস্ট্রেলিয়ার সিরিজের পরও আমাদের একাধিক সিরিজ রয়েছে। এর মাঝে কিছুটা সময় রয়েছে, তারা চাইলে তখন এলপিএলে অংশ নিতে যেতে পারে।'
আকরাম খান আরও জানান, দেশের খেলাকেই ক্রিকেটাররা গুরুত্ব দিবে। দেশের খেলা রেখে এলপিএলে অংশ নিবে না ক্রিকেটাররা। এ প্রসঙ্গে তিনি বলেন, 'সকল ক্রিকেটারের কাছেই দেশের দায়িত্ব আগে। তারা বলেছে যদি তাদের সুযোগ হয় এলপিএলে এবং যদি সময় বের করতে পারে তবেই তারা সেই লিগে খেলতে যাবে। দেশের খেলা বাদ দিয়ে যাবে না।'
বাংলাদেশ থেকে ড্রাফটে নাম লেখানো সাত ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাশ , তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
এদিকে, উল্লেখ যোগ্য সংখ্যক ভালো মানের বিদেশি ক্রিকেটার এলপিএলে আগ্রহ প্রকাশ করায় খুশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাভিন বিক্রমারত্নে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]