স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশেষে সিরিজ জয় নিশ্চিত করলো সফরকারী দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচ জয়ের মধ্য দিয়ে সিরিজও নিজেদের করে নেয় সফরকারীরা। সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৫ রানে হারিয়ে ৩-২ এ সিরিজ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা।
সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। রানের খাতা খোলার আগেই নিজেদের প্রথম উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় উইকেটে ১২৮ রানের জুটি গড়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন ডি কক ও মার্কারাম। এই দুইজনের ব্যাটের উপর নির্ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান করে তারা।
দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কারাম ৪৮ বলে ৭০ ও ডি কক ৪২ বলে ৬০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের ফিদেল দুইটি উইকেট লাভ করেন। এছাড়া একটি করে উইকেট নেন ব্রাভো ও ম্যাকয়।
সিরিজ হার এড়াতে ১৬৯ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে, দলের ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রান তুলতে সক্ষম হয় তারা। ক্যারিবিয়দের পক্ষে এভিন লুইস ৫২্, হেতমায়ার ৩৩ ও নিকোলাস পুরান ২০ রান করেন। দক্ষিণ আফ্রিকার এনগিদি ৩টি, রাবাদা ও মুলদার ২টি করে উইকেট লাভ করেন।
ব্যাট হাতে দারুণ ইনিংস খেলা মার্কারাম ম্যাচসেরা পুরস্কার লাভ করেন। আর পুরো সিরিজ জুড়ে ধারাবাহিক ভাবে ভালো খেলে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন তাবরিজ শামসি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]