টি-টোয়েন্টি বিশ্বকাপ, দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সামনে ব্যস্ত সময় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর। এরই মাঝে ৩০ জুলাই থেকে মাঠে গড়াতে যাচ্ছে লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর। ইতিমধ্যেই ১১টি দেশের ক্রিকেটাররা নাম উঠিয়েছেন ড্রাফটে। বাংলাদেশ থেকেও এলপিএলের দ্বিতীয় আসরে খেলার জন্য ড্রাফটে নাম উঠিয়েছেন সাকিব আল হাসানসহ সাত ক্রিকেটার।
প্রথম আসর সফলভাবে শেষ হওয়ার দ্বিতীয় আসরে খেলতে আগ্রহ প্রকাশ করেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররাও। উসমান খাজা, জেমস ফকনার, বেন কাটিং, নিকোলাস পুরান, হ্যারিস সোহেল, মোহাম্মদ ইরফান, রুলে রুশো, মরনে মরকেল, তাবরিজ শামসি, মোহাম্মদ শাহজাদের মতো বড় তারকাদের পাশাপাশি আরও অনেকেই আগ্রহ প্রকাশ করেছে এলপিএল-২ এ।
গতবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অনুমতি না থাকায় কোন বাংলাদেশি ক্রিকেটার খেলতে পারেনি এলপিএলে। তবে এবার কোন বাধা না থাকায় সাতজন খেলোয়াড় ড্রাফটে নাম লিখিয়েছে।
নাম লেখানো সাত ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাশ , তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
উল্লেখ যোগ্য সংখ্যক ভালো মানের বিদেশি ক্রিকেটার এলপিএলে আগ্রহ প্রকাশ করায় খুশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাভিন বিক্রমারত্নে।
তিনি বলেন, 'গতবারের সাফল্যই পার্থক্যটা গড়ে দিয়েছে। অনেকেই এখন এলপিএলে খেলতে চায়। এটা নিশ্চয়ই আমাদের লিগ ও আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো খবর।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]