শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় দক্ষিণ আফ্রিকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫০ এএম, ০১ জুলাই ২০২১
শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় দক্ষিণ আফ্রিকার

শামসির দুর্দান্ত বোলিংয়ে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১ রানে হারিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে পরাজয়ের পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। হিসেবি বোলিং করে দুই উইকেট শিকার করা শামসির ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। আগে বোলিংয়ের তেমন ফায়দা নিতে পারেনি ক্যারিবিয়রা। প্রোটিয়াদের হয়ে দলকে একাই টেনে নেন কুইন্টন ডি কক। ৫১ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া ডার ডুসেন ৩২, মার্কারাম ২৩ ও হ্যান্ড্রিকসের ১৭ রানের উপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১৬৭ তুলে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন ম্যাকয় ও ডোয়াইন ব্রাভো। ম্যাকয় ২২ রানে নেন ৪ উইকেট আর ব্রাভো ২৫ রানে ৩ উইকেট শিকার করেন।

১৬৮ রানে জবাবে সাবধানী শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে সিমন্স ও লুইস মিলে তুলে ৫৫ রান। ম্যাচে ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজকে শেষ দিকে জয়ের স্বপ্ন দেখায় আন্দ্রে রাসেল। কিন্তু শামসির নিয়ন্ত্রিত বোলিংয়ে তীরে এসে তরী ডুবে স্বাগতিকদের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান করতে সক্ষম হয় তারা।

দক্ষিণ আফ্রিকার হয়ে শামসির পাশাপাশি দুই উইকেট লাভ করেন নতজেও। এছাড়া একটি করে উইকেট নেন এনগিদি, লিন্ডে ও রাবাদা। সিরিজের বাকি দুই ম্যাচে যথাক্রমে ১ জুলাই ও ৩ জুলাই।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ে পৌঁছাল টাইগাররা, অপেক্ষা অনুশীলনের

জিম্বাবুয়ে পৌঁছাল টাইগাররা, অপেক্ষা অনুশীলনের

করোনা উপসর্গ নিয়ে প্রোটিয়া সাবেক ম্যানেজারের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে প্রোটিয়া সাবেক ম্যানেজারের মৃত্যু

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে পারেন মেন্ডিস-ডিকওয়েলা-গুণাথিলাকা

দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে পারেন মেন্ডিস-ডিকওয়েলা-গুণাথিলাকা