পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ক্যারিবিয়ান নির্বাচকরা। প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ।
পাঁচ ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজে চলছে ১-১ সমতা। সিরিজের এগিয়ে যাওয়ার লক্ষ্যে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। লম্বা প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে ১৫ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে কাইরন পোলার্ডের দল।
সিরিজের বাকি অংশের সূচি
৩য় টি-টোয়েন্টি- ২৯ জুন
৪র্থ টি-টোয়েন্টি- ১ জুলাই
৫ম টি-টোয়েন্টি- ৩ জুলাই।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিডেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স ও কেভিন সিনক্লেয়ার।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক, কুইন্টন ডি কক, বিজোর্ন ফরচুইন, বেউরন হেনরিক্স, রেজা হেনরিক্স, হেনরিচ ক্লাসেন, জর্জ লিন্ডে, সিসান্দা মাগালা, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিক নরকিয়া, আন্দিলে ফেহলুকায়ো, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, র্যাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনে, লিজাদ উইলিয়ামস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]