চলতি বছরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকপের আসর। অভিজ্ঞদের ছাটাইয়ে শ্রীলঙ্কা দলের টালমাটাল অবস্থা। সেখানে লাসিথ মালিঙ্গার সংযুক্তি দলের শক্তি আরও বাড়বে। তবে ফিটসেন না থাকায় তাকে নিয়েও শঙ্কা রয়েছে। কিন্তু মালিঙ্গা সেটি নিয়ে চিন্তিত নন। বিশ্বকাপে খেলতে না পারলেও এখনই টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন না এ অভিজ্ঞ লঙ্কান পেসার। জানিয়েছেন, ‘বিশ্বকাপের বলে কথা নয়, এখনই অবসর নেব না। আমি এখনও ২৪টি বল করতে পারি।’
সম্প্রতি শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ডের সঙ্গে ইউটিউব আড্ডায় এমন তথ্য জানান মালিঙ্গা। তিনি জানান, টি-টোয়েন্টি ফরম্যাটের চার ওভার বল করা তার জন্য কঠিন কিছু নয়। কিন্তু ফিটনেস পরীক্ষায় তিনি পাশ করতে পারবেন না বলে মনে করেন তিনি।
মালিঙ্গা বলেন, 'আমি এখনও ২৪ বল করার সামর্থ্য রাখি। কিন্তু আমার পক্ষে ২ কিলোমিটার দৌড়ানো সম্ভব নয়। আর এ কারণেই আমি ঘরে বসে আছি। আমি দুই ঘন্টা বলতে করতে পারব কোন সমস্যা ছাড়াই।'
শুধু ২৪ বল নয়, মালিঙ্গা এই বয়সেও ২০০ বল করতে পারবে বলে মনে করেন তিনি। কিন্তু শুধু মাত্র ফিটনেস টেস্টের ২ কিলোমিটার দৌড়াতে পারবেন না বিধায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি। মালিঙ্গা বলেন, 'শুধু ২৪ বল নয়, আমি ২০০ বলও করতে পারব। কিন্তু ফিটনেস টেস্টের ২ কিলোমিটার আমি দৌড়াতে পারব না। আর তাই আমি ঘরেই আছি, কারণ আমি জানি সেটি আমার দ্বারা এখন সম্ভব না।'
মূলত বাংলাদেশ ও ইংল্যান্ড সফরের আগে লঙ্কান দলের সবাইকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। যেখানে কঠিন পরীক্ষা ছিল ২ কিলোমিটার দৌড়ানো। আর মালিঙ্গা এটি পারবে না বিধায় আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেও মনে করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]