লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর থেকে বহিষ্কৃত হলো আন্দ্রে রাসেল-অ্যাঞ্জেলো ম্যাথিউজদের কলম্বো কিংস। একই সাথে বহিষ্কৃত করা হয় আরেক ফ্র্যাঞ্চাইজি দাম্বুলা ভাইকিংকেও। মূলত, চুক্তি ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই দুই দলের পরিবর্তে নতুন দল অংশ নিবে টুর্নামেন্টে।
গত বছর কলম্বো কিংস সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। অন্যদিকে, বলিউড অভিনেতা শচীন জোসির দাম্বুলাও সেমিফাইনালে এসে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে।
কলম্বো এবং দাম্বুলাকে বহিষ্কৃত করার ব্যাপারটি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাবিন ভিক্রমারত্নে জানান, তাদের পরিবর্তে আরও অনেক ফ্রাঞ্চাইজিই প্রস্তাব দিয়েছে এলপিএলে খেলার জন্য। আপাতত সে সকল নাম প্রকাশ করা না হলেও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য আইসিসিতে পাঠানো হবে। এছাড়া বাকি দলগুলো টুর্নামেন্টে অংশ নিবে।
দর্শক শূন্য মাঠে ৩০ জুলাই থেকে ২২ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এলপিএলের দ্বিতীয় মৌসুমের। দলের পরিবর্তন হলেও সূচিতে পরিবর্তন আনতে চায় না আয়োজকরা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]