ঘরের মাঠে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ এএম, ২৮ জুন ২০২১
ঘরের মাঠে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

ইংল্যান্ডের মাঠে স্বাগতিক ইংল্যান্ডের কাছে সিরিজ খোয়ানোর পাশাপাশি হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী শ্রীলঙ্কা। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতায় ৮৯ রানের বিশাল ব্যবধানে হারে তারা। পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত খেলা ইংল্যান্ডের স্যাম কারান ম্যান অফ দ্যা সিরিজ পুরস্কার জিতেন।

সাউদাম্পটনে শনিবার (২৬ জুন) টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে, অধিনায়কের এই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে ব্যর্থ হয় শ্রীলঙ্কার বোলাররা। ইংল্যান্ডের দুই ওপেনার বেয়ারস্টো ও মালান উদ্বোধনী জুটিতেই তুলেন ১০৫ রান।

দুই ওপেনারের বিদায়ের পর বাকি ব্যাটাররা বড় রান করতে ব্যর্থ হলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করে স্বাগতিকরা। বেয়ারস্টো ৪৩ বলে ৫১ ও মালান ৪৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। শ্রীলঙ্কার পক্ষে দুশমান্থ চ্যামেরা ১৭ রানে ৪ উইকেট লাভ করেন।

১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটাররা। নিয়মিত বিরতিতেই তারা উইকেট হারাতে থাকে। দলের মাত্র ৩ ব্যাটার দুই অংকের ঘর স্পর্শ করতে পারে। লংকানদের পক্ষে ওশাদা ফারনান্দো ১৯ ও বিনুরা ফারনান্দো ২০ রান করেন।

ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি ২৭ রানে ৩ উইকেট এবং স্যাম ক্যারান ১৪ রানে ২ উইকেট শিকার করেন। ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন ডেভিড মালান।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের কোচিং প্যানেলে হেরাথ-প্রিন্স

বাংলাদেশের কোচিং প্যানেলে হেরাথ-প্রিন্স

চ্যাম্পিয়ন হতে আবাহনীকে অনেক সংগ্রাম করতে হয়েছে : পাপন

চ্যাম্পিয়ন হতে আবাহনীকে অনেক সংগ্রাম করতে হয়েছে : পাপন

‘বিকল্প’ হিসেবে টেস্ট দলে মাহমুদউল্লাহ

‘বিকল্প’ হিসেবে টেস্ট দলে মাহমুদউল্লাহ

পিএসএলের সেরা একাদশে ‘চমক’

পিএসএলের সেরা একাদশে ‘চমক’