পিএসএলের সেরা একাদশে ‘চমক’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৭ জুন ২০২১
পিএসএলের সেরা একাদশে ‘চমক’

পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম পিএসএলে দুর্দান্ত খেলে সেরা একাদশে জায়গা পেলেও পাননি অধিনায়কের দায়িত্ব। মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করে পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসরের একাদশ সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ধারাভাষ্যকার ডেভিড গাওয়ার, পমি মবংওয়া, রমিজ রাজা ও পাকিস্তান নারী দলের ক্রিকেটার সানা মির সম্বলিত ভাবে এই একাদশ তৈরি করেন।

ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানসের তিনজন, লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির দুজন ও করাচি কিংসের একজন আছেন পিএসএলের সেরা একাদশে। তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কেউ সুযোগ পাননি দলে।

ঘোষিত একাদশে চমক হিসেবে রয়েছে তরুণ ফাস্ট বোলার শাহনেওয়াজ দাহানির নাম। মূলতান সুলতানসের এই পেসার পুরো আসর জুড়েই ছিলেন নিজের সেরা ফর্মে। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন তিনি।

পিএসএল একাদশ: হাজরাতুল্লা জাজাই, বাবর আজম, কলিং মৌনরু, শোয়েব মাকসুদ, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি, ওয়াহাব রিয়াজ, রশিদ খান, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, জেমস ফকনার (দ্বাদশ খেলোয়াড়)

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের কোচিং প্যানেলে হেরাথ-প্রিন্স

বাংলাদেশের কোচিং প্যানেলে হেরাথ-প্রিন্স

জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ে সফরে টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ

জয় দিয়ে ডিপিএল শেষ করলো মোহামেডান

জয় দিয়ে ডিপিএল শেষ করলো মোহামেডান

শতাব্দীর সেরা টেস্ট ক্রিকেটার যারা

শতাব্দীর সেরা টেস্ট ক্রিকেটার যারা