এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩০ এএম, ২৬ জুন ২০২১
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইংল্যান্ড

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে জিতে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে তারা। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বোলারদের কল্যাণে ম্যাচ জমিয়ে তুলেছিল শ্রীলঙ্কা। তবুও শ্রীলঙ্কাকে ম্যাচ হারতে হয়েছে।

কার্ডিফে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে ব্যাট হাতে কোনো সুবিধাই করতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। মাত্র ১১১ রানে গুটিয়ে যায় তারা। লঙ্কানদের পুরো ইনিংসে মাত্র দুই ব্যাটসম্যানের ব্যাট থেকে বাউন্ডারি এসেছে। যাচ্ছেতাই ব্যাটিংয়ের এক অন্যন্যরুপ দেখিয়েছে শ্রীলঙ্কা। তবে বোলারদের কল্যাণে ম্যাচে লড়াই করার চেষ্টা থাকলেও সেটাও আর কার্যকর হয়ে উঠে নাই।

কার্ডিফে ব্যাটিংয়ে নেমে ইংলিশ ব্যাটসম্যানরাও লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে। শুরুতেই চার উইকেট হারিয়ে বসে। তবে বৃষ্টি তাদেরকে বাঁচিয়ে দেয়। ১২ ওভারে ৪ উইকেটে ৬৯ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ করা হয়। বৃষ্টির পর খেলা শুরু হলে ইংল্যান্ডের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৮ ওভারে ১০৩ রান। তবে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছায় ইংল্যান্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিজেদের কাছে রেখে দেওয়া নিশ্চিত করেছে ইংল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেনে লঙ্কা প্রথম বাউন্ডারির দেখা পায় ইনিংসের ৮ম ওভারে। এরপর থেকেই ধুকতে থাকা ব্যাটসম্যানদের আর ফিরে আসা সম্ভব না হওয়ায় ১১১ রানেই থামে লঙ্কার ইনিংস।

এতেই ইংলিশরা ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয়ও নিশ্চিত করে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মুলতানের ঘরে উঠলো পিএসএল শিরোপা

মুলতানের ঘরে উঠলো পিএসএল শিরোপা

ইউরোপিয়ান ফুটবলে থাকছে না অ্যাওয়ে গোলের সুবিধা

ইউরোপিয়ান ফুটবলে থাকছে না অ্যাওয়ে গোলের সুবিধা

ঈদের দিনও ম্যাচ খেলবে টাইগাররা!

ঈদের দিনও ম্যাচ খেলবে টাইগাররা!

২৬১ রানের জবাবে ২ রানেই অলআউট!

২৬১ রানের জবাবে ২ রানেই অলআউট!