ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্স এর মেহেদী হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ উইকেটে পরাজিত হয় মোহামেডান। ব্যাট হাতে ৯২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেন মাহেদি।
এ হারে ডিপিএলের সুপার লিগে নিজেদের চার ম্যাচেই হারের স্বাদ পেল মোহামেডান। সুপার লিগের নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীর বিপক্ষে ৬০ রানে, দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে ৫ উইকেটে হেরে যায় মোহামেডান এবং তৃতীয় ম্যাচে শেখ জামালের কাছে ৭ উইকেটে হারে তারা।
বৃহস্পতিবার (২৪ জুন) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় গাজী গ্রুপ। মোহামেডানের ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৬৫ রান তুলে তারা। মোহামেডানের পক্ষে শুভাগত হোম ৩১ বলে ৫৯ ও পারভেজ হোসেন ইমন ৩২ বলে ৪১ রান করেন।
গাজী গ্রুপের মহিউদ্দিন তারিক, গাজী অনিক ও মেহেদী হাসান প্রত্যেকে দুইটি করে উইকেট লাভ করেন।
১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দলকে একাই টেনে নেন মেহেদী হাসান। মেহেদী ৫৮ বলে ৯২ ও সৌম্য সরকারের ১৭ বলে ২২ রানের উপর ভর করে ৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে তারা।
মোহামেডানের আসিফ হাসান ৩টি, শুভাগত হোম ও ইয়াসিন আরাফাত দুইটি করে উইকেট লাভ করেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]