ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। হাটুতে চোট পেয়ে বুধবার রাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফাইনালের মিশনে নামতে পারেননি বাংলাদেশি এই ওপেনার। তবে পাকিস্তানি ওপেনার কামরান আকমলের ঝড়ে জয় পেয়ে তার দল পেশাওয়ার জালমি।
গত ২০ মার্চ কোয়েটার গ্লাডিয়েটর্সের বিপক্ষে দারুণ জয়ের দিনে হাঁটুর ইনজুরিতে পড়েন তামিম।
জিও টিভির অনলাইনের খবর, তার চিকিৎসার জন্য দ্রুত পাকিস্তান থেকে থাইল্যান্ডের ব্যাংককেও পাঠানোর কথা ফ্র্যাঞ্চাইজিটির। যদি সুস্থ হয়ে উঠেন তাহলে আগামী ২৫ মার্চ লাহোরে ফাইনাল ম্যাচে দেখা যাবে তামিমকে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম নিশ্চিত করে জানিয়েছে, হাঁটুর ইনজুরিতে ভুগছেন তামিম। তবে উন্নত চিকিৎসার জন্য তিনি পাকিস্তান থেকে চলে গেছেন ব্যাংককে। সেখানে চিকিৎসকদের পরামর্শ নেবেন। পেশোয়ার ফাইনালে উঠলে, প্রয়োজনে তিনি আবারও দলের সঙ্গে যোগ দেবেন। তবে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।