বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃষ্টির কারণে খেলা কমিয়ে ১৩ ওভার করা হয়। বৃষ্টির বাধা টপকিয়ে ওল্ড ডিওএইচএসের বিরুদ্ধে ১৬ রানের জয় তুলে নেয় শেখ জামাল। ইমনের ৫ উইকেট বিফলে যায় ওল্ড ডিওএইচএসের ব্যাটারদের ব্যর্থতায়।
বুধবার (১৬ জুন) বিকেএসপিতে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল। মোহাম্মদ আশরাফুল ও সৈকত আলি দুইজন মিলে ওপেনিং জুটিতে তুলেন ৬৯ রান। দুই ওপেনারের বিদায়ের পর বাকি ব্যাটাররা বড় স্কোর গড়তে ব্যর্থ হলে নির্ধারিত ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলে শেখ জামাল।
সৈকত আলি ৩৭ ও মোহাম্মদ আশরাফুল ২৬ রান করেন। ওল্ড ডিওএইচএসের পক্ষে আনিসুল ইসলাম একাই নেন ৫ উইকেট। মাত্র ২ ওভার বল করে ২৩ রান খরচায় তিনি শিকার করেন সৈকত আলি, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, মোহাম্মদ এনামুল এবং তানভীর হায়দারকে।
১২১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওল্ড ডিওএইচএসের। মাত্র ২০ রানেই ২ উইকেট হারানো ওল্ড ডিওএইচএসকে ম্যাচে ফেরান মাহমুদুল হাসান জয় ও রায়ান রহমান। রায়ান ৩৬ ও জয় ৩৩ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।
শেখ জামালের বোলারদের কল্যাণে নির্ধারিত ১৩ ওভারে ১০৪ রান তুলতে সক্ষম হয় ওল্ড ডিওএইচএস। শেখ জামালের এবাদত, সালাউদ্দিন শাকিল ও জিয়াউর রহমান ২টি করে উইকেট লাভ করেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]