রাসেল-মিলারসহ পিএসএল ছাড়লেন চার ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৬ জুন ২০২১
রাসেল-মিলারসহ পিএসএল ছাড়লেন চার ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ছেড়েছেন প্রোটিয়া এবং ক্যারিবিয়ান চার ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জোনাথন ওয়েলস এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার জাহুর খান।

পিএসএলের দল কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে খেলছিলেন আন্দ্রে রাসেল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার জন্য দেশের ফিরেছেন তিনি। তার পরিবর্তে কোয়েটা গ্লাডিয়েটরস দলে যোগ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জহুর খান।

আন্দ্রে রাসেলের পাশাপাশি জাতীয় দলে হয়ে খেলার জন্য দল ছেড়েছেন ডেভিড মিলার, ফ্যাবিয়ান অ্যালেন এবং ফিদেল এডওয়ার্ডস। তিনজনই পিএসএলের দল পেশওয়ার জালমির হয়ে খেলতেন। তাদের পরিবর্তে পেশওয়ার জালমি দলে যোগ দিয়েছে জোনাথান ওয়েলস। এছাড়াও পেশওয়ার জালমির অলরাউন্ডার ইমরান রান্ধোয়া ভিসা জটিলতার কারণে আবুধাবি যেতে পারেননি।

ইনজুরি সমস্যা কাটিয়ে উঠতে না পারায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি পিএসএলে যোগ দিতে পারছেন না। তিনি বর্তমানে করাচিতে নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকের অনুমতি পেলেই পিএসএলে খেলতে আবুধাবি যাবেন শহীদ আফ্রিদি। শহীদ আফ্রিদির পরিবর্তে মুলতান দলে যোগ দিয়েছেন খাইবার পাখতুনওয়া প্রদেশের লেগ স্পিনার আসিফ আফ্রিদি।

স্কোয়াডের পূর্ণ করার জন্য ইসলামাবাদ ইউনাইটেড তাদের দলে ভিড়িয়েছে পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান উমর আমিনকে। এছাড়াও দলে যোগ দিয়েছে ক্যারিবিয়ান ওপেনার ব্রেন্ডন কিং।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পন্টিংকে টপকানোর অপেক্ষায় কোহলি

পন্টিংকে টপকানোর অপেক্ষায় কোহলি

নিষিদ্ধ হওয়ার ভয়েই অশ্বিন ক্রিকেট থেকে দূরে ছিল: আজমল

নিষিদ্ধ হওয়ার ভয়েই অশ্বিন ক্রিকেট থেকে দূরে ছিল: আজমল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের ১৫ সদস্য

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের ১৫ সদস্য

৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ

৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ