হঠাৎ করেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের পেসার হাসান আলী। তবে সেই সিদ্ধান্তের একদিন না পেরোতেই সুর পাল্টালেন হাসান আলী। পিএসএলের বাকি ম্যাচগুলো ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইসলামাবাদ ইউনাইটেডকে দেয়া এক বার্তায় হাসান আলী রবিবার (১৩ জুন) জানিয়েছিলেন ব্যক্তিগত কারণেই তিনি পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এক বার্তায় তখন হাসান আলী বলেছিলেন, 'ক্রিকেটের চেয়েও কিছু জিনিস গুরুত্বপূর্ণ। পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। আমার অবস্থান বোঝার জন্য আমি দলের নিকট কৃতজ্ঞ। পিএসএলের বাকি ম্যাচগুলোর জন্য শুভ কামনা।'
একদিন না পেরোতেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন হাসান আলী। তার এই সিদ্ধান্ত পরিবর্তনে মূল ভূমিকা রেখেছে হাসান আলীর স্ত্রী। পারিবারিক সমস্যা আপাতত সমাধান হয়েছে উল্লেখ করে তিনি ধন্যবাদ জানান স্ত্রীকেও।
হাসান আলী বলেন, 'আমি পারিবারিক কিছু ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলাম। তবে এখন এগুলো সমাধান হয়ে গিয়েছে, আর এজন্য ধন্যবাদ দিতে চাই আমার স্ত্রীকে।'
স্ত্রীর পরামর্শেই তিনি আবারও পিএসএলে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। নিজের দুঃসময়ে পাশে থাকায় স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সাথে তার দল ইসলামাবাদ ইউনাইটেডকেও ধন্যবাদ জানান তার পাশে থাকার জন্য।
তিনি বলেন, 'আমার স্ত্রী আমাকে নিশ্চিত করেছে যে পারিবারিক ব্যাপারগুলো সে দেখবে। আমাকে আমার ক্যারিয়ার এবং ক্রিকেটে মনযোগ দিতে বলেছে সে। কঠিন সময়ে সে সব সময় আমার পাশে ছিল। তার সাথে আলোচনা করেই পিএসএলের বাকি অংশে খেলার সিদ্ধান্ত নিয়েছি।'
পারিবারিক ইস্যুতে সময়টা খারাপ গেলেও বল হাতে পিএসএলে ভালোই করছিলেন হাসান আলী। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত তার শিকার ১০ উইকেট।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]