বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেখ জামালের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১৪ জুন ২০২১
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেখ জামালের জয়

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বৃষ্টি আইনে জয় পেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাভারের বিকেএসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে তারা ৬ উইকেটে জয় লাভ করে। ম্যাচ সেরার পুরস্কার পান সৈকত আলি।

রবিবার (১৩ জুন) টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল। রূপগঞ্জ সাব্বির রহমানের ৪১, অধিনায়ক নাঈম ইসলামের ৩০ ও আল আমিনের ১৯ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে।

শেখ জামালের সালাউদ্দিন শাকিল ও সৈকত আলি ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন শুভ ও এবাদত।

বৃষ্টির কারণে খেলা কমিয়ে ১৮ ওভারে ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে শেখ জামাল। সৈকত আলির ৪৩ ও অধিনায়ক নুরুল হাসানের ৪৪ রানের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ম্যাচে জয় লাভ করে শেখ জামাল। রূপগঞ্জের হোসেন আলি ২টি ও শহীদ ১টি উইকেট শিকার করেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবকে ছাড়াই মোহামেডানের জয়

সাকিবকে ছাড়াই মোহামেডানের জয়

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে অভিজ্ঞদের প্রাধান্য

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে অভিজ্ঞদের প্রাধান্য

ফজলে মাহমুদের ব্যাটে পারটেক্সকে হারালো প্রাইম দোলেশ্বর

ফজলে মাহমুদের ব্যাটে পারটেক্সকে হারালো প্রাইম দোলেশ্বর

পিএসএল থেকে সরে দাঁড়ালো হাসান আলি

পিএসএল থেকে সরে দাঁড়ালো হাসান আলি