ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) অশোভন আচরণে অপরাধে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তবে তাকে ছাড়াই জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টি আইনে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছে শুভাগত হোমের নেতৃত্বাধীন মোহামেডান।
রোববার (১৩ জুন) সাভারের বিকেএসপির মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানে সংগ্রহ গড়ে মোহামেডান। চলমান ডিপিএলে প্রথমে ব্যাট করে মোহামেডানের এটি সর্বোচ্চ রানের স্কোর।
জবাবে ওল্ড ডিওএইচএস ব্যাট করতে নামলে মাঝখানে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। পড়ে ডিএল মেথডে (বৃষ্টি আইনে) ১৬ ওভারে ১২৫ রানের টার্গেট পায় তারা। যেখানে ১১৫ রান তুলতে পারে ওল্ড ডিওএইচএস।
এর আগে টসে জিতে প্রথমে ডিওএইচএস বোলিং করার সিদ্ধান্ত নিলেও বোলাররা তেমন সুবিধা করতে ব্যর্থ হয়। ব্যাটার ইরফান শুক্কুরের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ দাঁড় করায় মোহামেডান। শুক্কুর ১৬১ স্ট্রাইক রেটে ৪২ বলে ৬৮ রান করেন। এছাড়া আব্দুল মাজিদ ২৯ ও শেষ দিকে নাদিফ চৌধুরী ১২ বলে ১৪ রান করেন।
ওল্ড ডিওএইচএসের হয়ে রাকিবুল হাসান দুইটি এবং আল ইসলাম, হামিদুল ইসলাম ও আসাদুজ্জামান পায়েল একটি করে উইকেট শিকার করেন।
বৃষ্টি আইনে ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কেউই টি-টোয়েন্টি সূলভ ব্যাটিং করতে পারেনি। মাহমুদুল হাসান জয়ের ১৮ বলে ২৬ , ওপেনার ইমনের ২৩ এবং মোহাইমিনুল খানের ২০ রানও দলের পরাজয় এড়াতে ব্যর্থ হয়। মোহামেডানের হয়ে শুভাগত হোম ২টি ও তাসকিন আহমেদ ১টি উইকেট শিকার করেন।
স্পোর্টসমেইল২৪/আর এস/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]