বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫২ এএম, ০৯ জুন ২০২১
বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, দল ঘোষণা

ভারত বিশ্বকাপরে আগে বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। প্রায় ৪ বছর পর বাংলাদেশ সফরে আসার আগে দল ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘোষিত প্রাথমিক দলের রাখা হয়েছে ২৯ জন ক্রিকেটার।

বাংলাদেশ সফরকে ভাবনায় রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছিল অস্ট্রলিয়া। এবার সেই দলের সাথে আরও ছয়জনকে যোগ করে ২৯ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করছে অস্ট্রেলিয়া। ঘোষিত দলে নতুন করে ডাক পেয়েছেন অ্যাস্টন টার্নার, ওয়েস আগার, বেন ম্যাকডারমট, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ক্যামেরন গ্রিন ও নাথান এলিস।

বাংলাদেশ সফরে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৮ জুন চার্টার্ড বিমানে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে তারা। সেখানে জুলাইয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডের সিরিজ খেলবে অসিরা।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে ২৯ সদস্য রাখা হলেও তার আরও ছোট করা হবে। জানা গেছে, বাংলাদেশ সফরে দল ২৩ সদস্যে নামিয়ে আনা হতে পারে।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা বলা হলেও এখনো সূচি চূড়ান্ত হয়নি।

অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, তানভির স্যাঙ্ঘা, ডার্সি শর্ট, অ্যালেক্স কেয়ারি, ড্যান ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, মোয়েজেস হেনরিকস, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জ্যাম্পা।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের করোনা ভয়াবহতার কথা জানালেন ওয়ার্নার

ভারতের করোনা ভয়াবহতার কথা জানালেন ওয়ার্নার

স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান

স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান

ঢাকায় ৮ দিনে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

ঢাকায় ৮ দিনে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এখন কাঠমিস্ত্রি!

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এখন কাঠমিস্ত্রি!