বিশ্বকাপের বিষয়ে সভায় বসছে আইসিসি এবং বিসিসিআই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০৮ জুন ২০২১
বিশ্বকাপের বিষয়ে সভায় বসছে আইসিসি এবং বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর কোথায় অনুষ্ঠিত হবে তা নির্ধারণে রোববার (১৩ জুন) বৈঠকে বসছে দ্য বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই) এবং ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (৭ জুন) এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এএনআই।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর আয়োজিত হওয়ার কথা রয়েছেল। তবে করোনাভাইরাস মহামারির কারণে ভারতে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে বিকল্পও ভাবছে ভারত। বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানকে ভাবছে বিসিসিআই।

করোনা মহামারির কারণে গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর পুরোটাই সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করেছিল। আইপিএল আয়োজনের এ সফলতার কারণেই আরব আমিরাতকে প্রাধান্য দিচ্ছে ভারত। এছাড়াও বিশ্বকাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ আয়োজনের জন্য ওমানকে বেছে নিতে চায় ভারত।

নাম প্রকাশের অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেছেন, 'সভায় বিশ্বকাপ সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হবে। যদি সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজন করা হয়, সেক্ষেত্রে ওমানে প্রিলিমিনারি রাউন্ড আয়োজনের বিষয়ে কথা হবে। বিশ্বকাপের বিষয়ে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়, সবই আস্তে আস্তে জানা যাবে।'

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইমতিয়াজের ব্যাটে ভর করে আবাহনীকে হারাল খেলাঘর

ইমতিয়াজের ব্যাটে ভর করে আবাহনীকে হারাল খেলাঘর

শেষ ওভারে জয় পেল প্রাইম দোলেশ্বর

শেষ ওভারে জয় পেল প্রাইম দোলেশ্বর

পুরনো সেই টুইটেই নিষিদ্ধ রবিনসন

পুরনো সেই টুইটেই নিষিদ্ধ রবিনসন

কাউন্টি নয়, পিএসএলকেই বেছে নিলেন রশিদ খান

কাউন্টি নয়, পিএসএলকেই বেছে নিলেন রশিদ খান