আইপিএলের পর পিএসএলের দায়িত্বে ইংলিশ প্রতিষ্ঠান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০৭ জুন ২০২১
আইপিএলের পর পিএসএলের দায়িত্বে ইংলিশ প্রতিষ্ঠান

বার বার তারিখ নির্ধারণ করেও শুরু করা যাচ্ছিল না পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৬ষ্ঠ আসরের বাকি অংশ। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (৯ জুন) শুরু হতে যাচ্ছে পিএসএলের বাকি অংশ। আমিরাতের মাটিতে অনুষ্ঠিত এ অংশের বায়ো-বাবল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে রেস্ট্রাটা।

পাকিস্তানের করোনা মহামারির অবস্থা নাজুক হওয়ায় শেষ পর্যন্ত আরব আমিরাতে মাটিতে অনুষ্ঠিত হবে পিএসএলের বাকি অংশ। টুর্নামেন্টের ভেন্যু নির্ধারিত হওয়ার পর, নিরাপদে বাকি অংশ শেষ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য।

পিএসএলের বাকি অংশ নিরাপদে শেষ করার জন্য বায়ো বাবলের দায়িত্ব পাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান রেস্ট্রাটা। ২০২০ সালে আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। এ সময় বায়ো বাবলের রক্ষণাবেক্ষণের কাজ করেছিলে এ ইংলিশ প্রতিষ্ঠান।

এবার রেস্ট্রাটার শরনাপন্ন হল পিসিবি। পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান গণমাধ্যমে জানিয়েছেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে মহামারি চলছে। ক্রিকেটকে নিরাপদ রাখতে হলে আমাদেরকে কাজ করতে হবে। তাই রেস্ট্রাটাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বায়ো-বাবল ঠিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সবাইকে সুরক্ষিত রাখতে চাই আমরা।’

সূচি অনুযায়ী চলতি মাসের ২৪ তারিখে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে পিএসএলের ৬ষ্ঠ আসরের। এরপরই পাকিস্তানের খেলোয়াড়রা সরাসরি ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কেন্দ্রীয় চুক্তিতে আসছেন সাকিব-তাসকিন

কেন্দ্রীয় চুক্তিতে আসছেন সাকিব-তাসকিন

'ভারতের বিপক্ষে পয়েন্ট নিয়ে আসব'

'ভারতের বিপক্ষে পয়েন্ট নিয়ে আসব'

চুক্তি নিয়ে ঝামেলা, অনিশ্চিত শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর

চুক্তি নিয়ে ঝামেলা, অনিশ্চিত শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর তালিকায় ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর তালিকায় ওমান