ঘরোয়া টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের হ্যাট্রিকনামা

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ০৪:০৬ এএম, ০৪ জুন ২০২১
ঘরোয়া টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের হ্যাট্রিকনামা

যারা বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত খোজ খবর রাখেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন ঘরোয়া ক্রিকেটে আরেকটি হ্যাট্রিক হয়েছে। এবার এ হ্যাট্রিকের মালিক ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ পেসার আলাউদ্দিন বাবু। বৃহস্পতিবার (৩ জুন) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের হয়ে এ রেকর্ড গড়েন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পেলেও ঘরোয়া ক্রিকেটে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন আলাউদ্দিন বাবু। সেই আস্থার প্রতিদান স্বরুপ এবার ঘরোয়া ক্রিকেটে হ্যাট্রিক করলেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের হয়ে লিজেন্ড অফ রূপগঞ্জের বিপক্ষে হ্যাট্রিক করেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টিতে এর আগেও পাঁচটি হ্যাট্রিক হয়েছিল। এর মধ্যে দুইবার হ্যাট্রিক করেছিলেন পেসার আল আমিন হোসেন। তাই বোলারের হিসেবে পঞ্চম হ্যাট্রিকম্যান হলেন আলাউদ্দিন বাবু।

লিজেন্ডস অফ রূপগঞ্জের তিন ব্যাটসম্যান মুক্তার আলি, সোহাগ গাজী এবং নাবিল সামাদকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। রূপগঞ্জের ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে শর্ট বলে বোকা বানান মুক্তার আলিকে। পরের বলে সোহাগ গাজীকে ফেরান তিনি।

১৯তম ওভারে মানিক খানের মেইডেনের ওভারে কল্যাণে ব্যাটিং চাপে পড়ে লিজেন্ডস অফ রুপগঞ্জ। ২০তম ওভারে প্রথম বলে আলাউদ্দিন বাবুর করা স্লোয়ার ডেলিভারি সজোরে মারতে গিয়ে ব্রাদার্স অধিনায়ক মিজানুর রহমানের কাছে ক্যাচ দেন নাবিল সামাদ। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে দলের হারের পাশাপাশি আলাউদ্দিন বাবুর হ্যাট্রিক নিশ্চিত করেন নাবিল সামাদ।

ইনিংসের প্রথম ওভারে আলাউদ্দিন বাবু প্যাভিলিয়নে ফেরান রূপগঞ্জ ওপেনার আজমির আহমেদকে। ম্যাচ শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩.১-০-২১-৪। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই আলাউদ্দিন বাবুর ক্যারিয়ার সেরা বোলিং।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটা বাংলাদেশি বোলারদের ৬ষ্ঠ হ্যাট্রিক। আর বোলার হিসেবে ৫ম হ্যাট্রিকম্যান হলেন আলাউদ্দিন বাবু। এর আগে হ্যাট্রিক করেছিলেন আল-আমিন হোসেন, আলিস আল ইসলাম , মানিক খান এবং কামরুল ইসলাম।

সিলেটে ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ক্রিকেটে ক্ষুদ্রতম সংস্করণে হ্যাট্রিক যাত্রা শুরু করেন আল আমিন হোসেন। এরপরে ২০১৬ সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে নিজের দ্বিতীয় হ্যাট্রিক করেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশিদের হ্যাট্রিকসমূহ

আল-আমিন হোসেন (বিসিবি একাদশ)- প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)

আল-আমিন হোসেন (বরিশাল বুলস)-প্রতিপক্ষ সিলেট সুপারস্টার্স (২০১৫)

আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস)- প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)

মানিক খান (প্রাইম দোলেশ্বর)- প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯)

কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল)- প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)

আলাউদ্দিন (ব্রাদার্স ইউনিয়ন)- প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জ (২০২১)

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড পারিশ্রমিকে মোহামেডানে খেলছেন সাকিব

রেকর্ড পারিশ্রমিকে মোহামেডানে খেলছেন সাকিব

যে তিন কারণে আফগান ম্যাচে পিছিয়ে থাকবে বাংলাদেশ

যে তিন কারণে আফগান ম্যাচে পিছিয়ে থাকবে বাংলাদেশ

নতুন বাজেটে বাফুফের চাওয়া ৫০ কোটি টাকা

নতুন বাজেটে বাফুফের চাওয়া ৫০ কোটি টাকা

নতুন এক রেকর্ডে ইংলিশ পেসার অ্যান্ডারসন

নতুন এক রেকর্ডে ইংলিশ পেসার অ্যান্ডারসন