আর কিছুদিন পরই শুরু হচ্ছে স্থগিত হওয়া পিএসএলের বাকি অংশ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আবুধাবিতে বসছে বাকি অংশগুলো। ইতিমধ্যেই অধিকাংশ খেলোয়াড়েরা আবুধাবিতে অবস্থান করছেন। এবারের পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল। রাসেল মনে করেন, পিএসএল সবদিক বিবেচনা করে বিশ্বের অন্যতম সেরা লিগ।
পয়েন্ট টেবিলের তলানীতে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স লিগের বাকি অংশে ঘুরে দাঁড়াবে বলে মনে করেন রাসেল। তিনি মনে করেন, দলের খেলোয়াড়দের মাঝে আত্মবিশ্বাস ফিরে আসলে ঘুরে দাঁড়ানো অসম্ভব নয়।
সিপিএল, বিগব্যাশ, বিপিএল এবং আইপিএল খেলা টি-টোয়েন্টি ক্রিকেটের এ জনপ্রিয় তারকা পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে বলেন, 'আমি আইপিএল খেলেছি, বিগ ব্যাশ খেলেছি, সিপিএলও খেলেছি। আমি মনে করি পিএসএলও আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট। লিগের মানই এই লিগকে অন্যতম সেরা করেছে।'
স্থগিত হওয়া আইপিএলের ১৪তম আসরে কলকাতার হয়ে খেলেন রাসেল, যেখানে সাত ম্যাচে ১০৫ রানের পাশাপাশি উইকেটও নিয়েছে সাতটি। জয়ের ধারাবাহিকতা ফিরে পেলে দল ভালো করবে বলে জানান রাসেল।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'দলের হয়ে যেভাবে পারা যায় অবদান রাখার চেস্টা করব। যখন দল জয়ের ধারায় থাকবে তখন এমনিতেই খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং পরের ম্যাচগুলোতেও জয়ের সম্ভাবনা তখন বেড়ে যায়।'
এর আগে ইসলামাবাদ ইউনাইটেড ও সুলতান মুলতানের হয়ে পিএসএল খেলা রাসেলের হাত ধরে ঘুরে দাঁড়াতে চেস্টা করবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]