মরগানের পরিবর্তে সাকিবদের অধিনায়কত্বের দৌড়ে যারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০৩ জুন ২০২১
মরগানের পরিবর্তে সাকিবদের অধিনায়কত্বের দৌড়ে যারা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঝপথেই স্থগিত হয়েছে আইপিএলের ১৪তম আসর। তবে নিজ দেশে না পারলেও সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরাতে ‘প্রবাসে’ অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ম্যাচগুলো। আইপিএলে কলকাতাকে নেতৃত্ব দেয়া ইয়ন মরগ্যানের খেলা হচ্ছে না আইপিএলের বাকি অংশ। বাকি ম্যাচগুলোর জন্য অধিনায়কত্বের দায়িত্ব কে পালন করতে পারে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন।

কলকাতার অধিনায়ক মরগ্যানই শুধু নয়, বাংলাদেশের সাকিব আল হাসানও আইপিএলের বাকিং অংশে থাকছে না। বোর্ড থেকে এনওসি না পাওয়ায় আইপিএলে খেলা হচ্ছে না সাকিবের।

শুধু সাকিব-মরগ্যান নয়, আরও অনেক ক্রিকেটার যারা স্থগিত হওয়ার আগে আইপিএল খেলেছিলেন, তাদের অনেকেরই অনিশ্চিত বাকি অংশে খেলা। মূলত, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট বোর্ডগুলো নিজেদের খেলোয়াড়দের নিয়ে কোন ঝুঁকি নিতে চাচ্ছে না।

এদিকে, মরগ্যানের পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পড়তে পারে স্থানীয় খেলোয়াড়দের মাঝে। বিশেষ করে তিনজন ক্রিকেটার রয়েছে যারা কলকাতাকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখে।

২০১৮, ২০১৯, ২০২০ আইপিএলে কলকাতার হয়ে খেলা নীতিশ রানার সম্ভাবনা রয়েছে সাকিবের কলকাতাকে নেতৃত্ব দেয়ার। নীতিশ রানার পাশাপাশি কলকাতার অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে শুভমান গিলকেও। তরুণ এই ক্রিকেটারকে নেতৃত্ব দিয়ে ভবিষ্যতের জন্য তৈরি করতে পারে কলকাতা।

নীতিশ রানা, গিল ছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে বেশ এগিয়ে অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্ত্তিকও। আইপিএলে ২০৩ ম্যাচ খেলা কার্ত্তিক ২০১৮ সালেও কলকাতাকে নেতৃত্ব দিয়েছিলেন। দলের এমন সময়ে আবারও অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে তাকে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের ইংল্যান্ড যাত্রা ‘আটকে’ দিল পিএসএল

পাকিস্তানের ইংল্যান্ড যাত্রা ‘আটকে’ দিল পিএসএল

টি-টোয়েন্টির জন্য মিসবাহ অচল: রমিজ রাজা

টি-টোয়েন্টির জন্য মিসবাহ অচল: রমিজ রাজা

খেলাঘরের টানা হার, প্রথম জয়ে প্রাইম দোলেশ্বর

খেলাঘরের টানা হার, প্রথম জয়ে প্রাইম দোলেশ্বর

কিউইদের প্লেয়ার্স ক্যাপ জিতলেন জেমিসন

কিউইদের প্লেয়ার্স ক্যাপ জিতলেন জেমিসন