বঙ্গবন্ধু ডিপিএল : ৫ জুন পর্যন্ত মিরপুরে দিনে তিন ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৭ এএম, ০২ জুন ২০২১
বঙ্গবন্ধু ডিপিএল : ৫ জুন পর্যন্ত মিরপুরে দিনে তিন ম্যাচ

জৈষ্ঠ্য মাসের বৃষ্টিতে এলোমেলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সূচি। সাভারের বিকেএসপি এবং মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলা টুর্নামেন্টের সূচিতে পড়েছে কাটাছেড়া। বৃষ্টির কারণে আপাতত বিকেএসপিতে কোন ম্যাচ হচ্ছে না। ৫ জুন (শনিবার) পর্যন্ত শুধুমাত্র শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে ডিপিএলের ম্যাচ।

বৃষ্টির কারণে মঙ্গলবার (১ জুন) সকালে শুধুমাত্র দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করা হয়। একই সঙ্গে জানানো হয়, পূর্বের সূচি অনুযায়ী প্রতিরাউন্ডের ম্যাচ একদিন করে পিছিয়ে অনুষ্ঠিত হবে। তবে বিকেলে সেটিও পাল্টে যায়। জানা যায়, আপাতত বিকেএসপিতে কোন অনুষ্ঠিত হচ্ছে না। বরং মিরপুরে দুটির পরিবর্তে তিন করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন স্পোর্টসমেইল২৪.কমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বৃষ্টির কারণে বিকেএসপিতে খেলার পরিবেশ নেই।’

তিনি বলেন, ‘বৃষ্টির কারণে বিকেসপিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ৫ জুন পর্যন্ত সেখানে কোন ম্যাচ হচ্ছে না। তবে মিরপুরে খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া মিরপুরে আগে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হলেও এখন (৫ জুন পর্যন্ত) তিনটি করে ম্যাচে হবে।’

প্রথম পাঁচ রাউন্ডের জন্য সূচিতে দু’দিন খেলা হওয়ার পর একদিন ফাঁকা থাকলেও এখন আর সেটি হচ্ছে না। মিরপুরে বুধবার থেকে শনিবার (২-৫ জুন) মোট চারদিন টানা খেলা হবে। এবং প্রতিদিন সকাল ৯টায় দুপুর দেড়টায় এবং সন্ধ্যা ৬টায় ম্যাচ অনুষ্ঠিত হবে।’

ডিপিএলের প্রথম পাঁচ রাউন্ডের খেলা ৬ জুন (রোববার) শেষ হওয়ার সূচি ছিল। তবে মাঠ কমে যাওয়ায় এখন ৫ জুন (শনিবার) পর্যন্ত ততীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। কারণ, প্রতিদন যেখানে ৬টি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সূচি চিল সেখানে এখন ৩টি করে ম্যাচ মাঠে গড়াবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভালো শুরু পর ‘দুর্ভাগ্যে’ কাটা আশরাফুল

ভালো শুরু পর ‘দুর্ভাগ্যে’ কাটা আশরাফুল

তামিমের ঝড়ো ব্যাটিং, প্রাইম ব্যাংকের কাছে পরাস্ত গাজী গ্রুপ

তামিমের ঝড়ো ব্যাটিং, প্রাইম ব্যাংকের কাছে পরাস্ত গাজী গ্রুপ

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে সাকিবদের জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে সাকিবদের জয়

মুশফিকের ব্যাটে জয়ে শুরু আবাহানীর

মুশফিকের ব্যাটে জয়ে শুরু আবাহানীর