খেলাঘরকে হারিয়ে আশরাফুলদের শুভ সূচনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৩ এএম, ০১ জুন ২০২১
খেলাঘরকে হারিয়ে আশরাফুলদের শুভ সূচনা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুরের দিনের দ্বিতীয় ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ২২ রানে হারিয়ে দিয়েছে কাজী নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন শেখ জামাল ধানমন্ডি।

সোমবার (৩১ মে) ঢাকার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে শেখ জামাল ধানমন্ডি।

ব্যাট হাতে মোহাম্মদ আশরাফুল এবং সৈকত আলী ৩৮ রান করে করেন। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রান করে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে দুর্দান্ত শুরু করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সৈকত আলী এবং মোহাম্মদ আশরাফুলের উদ্বোধনী জুটি থেকে আসে ৭৩ রান। ব্যক্তিগত ৩৮ রানে সৈকত আলী সাজঘরে ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে তাদের।

সৈকত আলী চলে যাওয়ার পর উইকেটে আশা নাসির হোসেনকে নিয়ে ব্যাট করেন আশরাফুল। জাতীয় দলের সাবেক এই দুই অবশ্য বড় জুটি গড়তে পারেননি। ৫ বল খেলে খালি হাতে ফিরেন নাসির।

ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকা আশরাফুল কাটা পড়েন রান আউটে। ফলে দলীয় ১১৫ রানে তৃতীয় উইকেট হারায় শেখ জামাল ধানমন্ডি। ৩২ বলে ৬টি চারের মারে ৩৮ রান করেন তিনি।

এরপর অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান ১৭ বলে ২২, তারভীর হায়দার ১৬ বলে ১৭, জিয়াউর রহমান ১৩ বলে ১৫, সোহরাওয়ার্দী শুভ ৮ বলে ১২* এবং এনামুল হক ৫ বলে ২০ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে বল হাতে সৈয়দ খালেদ আহমেদ ২টি উইকেট শিকার করেন।

১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করার পর মোহাম্মদ ইলিয়াসের বলে পর পর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সমাজ কল্যাণ সমিতি। নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারানো সমাজ কল্যাণ সমিতি নির্ধারিত ২০ ওভারে ৮ উিইকেটে ১৪৪ রান সংগ্রহ করে।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিকের ব্যাটে জয়ে শুরু আবাহানীর

মুশফিকের ব্যাটে জয়ে শুরু আবাহানীর

বৃষ্টির হানায় বিকেএসপির প্রথম দুটি ম্যাচই বাতিল

বৃষ্টির হানায় বিকেএসপির প্রথম দুটি ম্যাচই বাতিল

ডিপিএলে তামিম-মুশফিকদের জন্য ‘বিশেষ ব্যবস্থা’

ডিপিএলে তামিম-মুশফিকদের জন্য ‘বিশেষ ব্যবস্থা’

ডিপিএলের বায়ো-বাবল পাঁচ তারকা হোটেলে

ডিপিএলের বায়ো-বাবল পাঁচ তারকা হোটেলে