ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জয় দিয়ে শুরু করলো মুশফিকুর রহিমের আবাহানী ক্লাব লিমিটেড। বৃষ্টি আইনে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে আবাহনী। দলের জয়ে অপরাজিত ৩৮ রান করেছেন মুশফিক।
সোমবার (৩১ মে) দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান করে পারটেক্স। তবে জয়ের জন্য বৃষ্টি আইনে ১০ ওভারে ৭০ রানের টার্গেট পেলে ৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় আবাহানী।
প্রথমে ব্যাট করে ওপেনার আব্বাস মুসা আলভি ১৭ রান করলেও অপর ওপেনার সায়েম আলম রিজভী ৬ বলে মাত্র ১ রান করেই সাজঘরে ফিরেন। এরপর ব্যাট হাতে দুর্দান্ত খেলেন অধিনায়ক তাসামুল হক। ৫৪ বলে ৯টি চারে ৬৫ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি।
তাসামুল হক ছাড়া দলের হয়ে আর কেউ বড় সংগ্রহ গড়তে পারেনি। শেষ দিকে মইন খানের ২৫ বলে ২২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট ১২০ রানের সংগ্রহ গড়ে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় ম্যাচ গড়ায় ১০ ওভারে। বৃষ্টির আইনে মুশফিকুর রহিমদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭০ রান। সেখানে মুশফিকের ঝড়ো ব্যাটিং মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আবাহানী ক্লাব।
ব্যাট হাতে ২৬ বলে ৩টি চার ও এক ছক্কায় ৩৮ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। এছাড়া ব্যাট হাতে ১৯ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]