বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির শেষে মিরপুরে খেলা মাঠে গড়ালেও সাভারের বিকেএসপিতে আর সম্ভব হয়নি। ফলে বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে চলা সকালের ম্যাচ দুটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩১ মে) সকালে বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে টস জিতে ওল্ড ডিওএইচএস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে মাহমুদুল হাসান জয়ের ৫৫ বলে ৭৮ ও রাখিন আহমেদের ৩৩ বলে ৪৬ রানে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছিল ওল্ড ডিওএইচএস।
রূপগঞ্জের হয়ে বল হাতে একটি করে উইকেট নেন মোহাম্মদ শহিদ, নাবিল সামাদ ও সাব্বির রহমান। এরপর বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি শেষ হলেও মাঠ খেলার উপযোগী না থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিশিয়ালরা।
একই অবস্থা বিকেএসপির ৪ নম্বর মাঠেও। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ।
বৃষ্টি হানার আগে টসে জিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রাদার্স ইউনিয়ন। জাতীয় দলের সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকির ৫০ বলে ৪৮ ও মিজমার রহমানের ২৩ বলে ৩১ রানে ভর করে ১৮ দশমিক ৪ ওভারে ৭ উইকেটে ১২৭ করে ব্রাদার্স ইউনিয়ন।
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ম্যাচের বাকি অংশ আর মাঠে গড়ায়নি। এর আগে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কামরুল হাসান রাব্বি ২টি ও মোহাম্মদ শরিফুল্লাহ ২টি করে উইকেট শিকার করেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]