দীর্ঘদিন পর মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। দেশব্যাপী করোনার কারণে ডিপিএলেও জাতীয় দলের মতো খেলোয়াড়দের বায়ো-বাবলে রাখা হচ্ছে। তবে জাতীয় দলের খেলোয়াড় তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।
সোমবার (৩১ মে) থেকে শুরু হওয়া টি-টোয়েন্টে ফরম্যাটে ডিপিএলে মোট ১২ টি দল অংশগ্রহণ করছে। ঢাকার সেরা ক্লাবগুলো লড়াই করবে তিনটি ভেন্যুতে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি-৩ এবং বিকেএসপি-৪ নম্বর মাঠ।
কোভিড-১৯ মহামারীর থেকে খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষা দিতে পুরো আসরটি জৈব-সুরক্ষা বলয়ে অনুষ্ঠিত হবে। খেলোয়াড়, আম্পায়ার এবং কর্মকর্তাদের রাখতে ইতিমধ্যে চারটি হোটেল বেছে নিয়েছে বিসিবি। তবে জাতীয় দলের খেলোয়াড়দের বিশেষ ব্যবস্থা করবে বোর্ড।
ঢাকা মহানগরীর ক্রিকেট কমিটির (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম জানিয়েছেন, ‘আপনারা জানেন জাতীয় দলের খেলোয়াড়রা অনেক দিন ধরেই বায়ো-বাবলে রয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করেছি। যদি তারা চায়, তাদেরকে সিঙ্গেল রুম (হোটেলে) দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘তারা চাইলে স্ত্রীকে সঙ্গে নিয়েও সেখানে (হোটেল) উঠতে পারে। তবে তাদেরকে (স্ত্রী) দুটি টেস্ট (করোনা) দিয়ে আসতে হবে। আমরা তাদের জন্য এ ব্যবস্থা করেছি।’
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা মহামারীর মধ্যে ঢাকা লিগ পরিচালনার ঝুঁকি নিয়েছি কারণ, এটি দেশের সর্বাধিক ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস। আমরা সফলভাবে লিগ আয়োজনের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আশা করি, জৈব-সুরক্ষা বলয় ভেঙে যেতে পারে খেলোয়াড় তথা সংশ্লিষ্টরা এমন কিছু করবে না। সবাই নিয়ম মেনে চলবে।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]