শ্রীলঙ্কা সিরিজে ৫-৬ নম্বরে ব্যাট করার ইচ্ছা পোষণ করেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে দলের সিনিয়র খেলোয়াড়দের সুযোগ দেওয়ায় সাইফউনের সেই আশা পূরণ হয়নি। জাতীয় দলে না পেলেও এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) উপরের দিকে ব্যাট করতে চান তিনি। প্রয়োজনের দুই-একটা ম্যাচের জন্য হলেও এ সুযোগ চান।
ডিপিএল মাঠে গড়ানোর আগের দিন রোববার (৩০ মে) মিরপুরে একাডেমি মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন। তিনি বলেন, ‘সুযোগ আসবে না, এটাই বাস্তবতা। শুধু শুধু বলে তো লাভ নেই! ঘুরে-ঘারে সাতেই ব্যাট করতে হবে। অবশ্যই টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে নামাবে না।’
তিনি আরও বলেন, ‘তারপরও এক-দুইটা ম্যাচে সুযোগ দেওয়ার জন্য টিম মেনেজমেন্টকে অনুরোধ করবো। যদি দল সুযোগ দেয়, যেহেতু গতবার আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছি। যদি উনারা মনে করে তাহলে অবশ্যই। আমি ওপরে খেলতে আগ্রহী।’
মুশফিকুর রহিমের নেতৃত্বে আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। একই দলের হয়ে খেলবেন নাঈম শেখ, লিটন দাস, মোসাদ্দেক, নাজমুল, আফিফ হোসেনরা।
শেষের দিকে ব্যাট করতে নেমে ফিনিশার হিসেবে কতটা সন্তুষ্টি -এমন প্রশ্নের জবাবে সাইফউদ্দিন বলেন, ‘সন্তুষ্টি বললে একেবারেই না। কিছুই করতে পারিনি, এটা সত্য। আর উন্নতির তো শেষ নেই। উন্নতির কথা মুখে বললে হবে না। নিজের তাগিদ থাকতে হবে। আর ম্যাচ ও অনুশীলনে অনেক সুযোগ পেতে হবে।’
তিনি আরও বলেন, ‘আজ-কাল বললাম আর এক সপ্তাহ বা মাসের মধ্যে সেরা ফিনিশার হয়ে যাব- এটা কঠিন। হয়তো ঘরোয়া ক্রিকেটে নিজেকে কিছুটা প্রমাণ করতে পেরেছি। আন্তর্জাতিক পর্যায়ে ফিনিশারের ভূমিকা পালন করতে হলে আরও বড় ভূমিকা পালন করতে হবে। আরও অনেক বেশি সুযোগ পেতে হবে; সেটা প্র্যাকটিস হোক বা ম্যাচে হোক।’
ডিপিএলের প্রথম ম্যাচেই পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে আবাহনী। দলটি আবাহনীর চেয়ে তুলনামূলক বেশ দুর্বল। নিজেদের প্রথম ম্যাচেই দলের শুরুর বিষয়ে সাইফউদ্দিন জানান, তাদের হালকাভাবে নেওয়ার কিছু নেই। ঘরোয়া ক্রিকেটে সবাই ভালো খেলে।
তিনি বলেন, ‘গতবার একটা ম্যাচ হয়ে ডিপিএল বন্ধ হয়ে গিয়েছিল। প্রথম ম্যাচে হোঁচট খেয়েছি এই মাঠেই। ৬০ রানে পারটেক্সের বিরুদ্ধে ৫ উইকেট পড়ে যায়। এরপর মোসাদ্দেক ও মুশফিক ভাই পার্টনারশিপ গড়ে, লোয়ার অর্ডারে আমিও কুইক ৪০ রান করি। ওই দিনের মতো বেঁচে যাই। তাই তাদের হালকাভাবে নেওয়ার কিছু নেই। ঘরোয়া ক্রিকেটে সবাই ভালো খেলে। অনেকদিন ধরে খেলে নেই, সবাই ভালো খেলার জন্য মুখিয়ে থাকবে। জয় নিয়ে মাঠ ছাড়ব আশা করি।’
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন সাইফউদ্দিন। যার কারণে সিরিজের শেষ ম্যাচে তাকে আর খেলানো হয়নি। তবে তিনি খেলার মতো ফিট ছিলেন বলে জানিয়েছেন।
নিজের সেই আঘাত নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার মনে হচ্ছিলো, শেষ ওয়ানডে খেলতে পারতাম। ফিজিও ঝুঁকি নেননি তাই খেলতে পারিনি।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]