দেখে নিন ডিপিএলের সময়সূচি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ পিএম, ৩০ মে ২০২১
দেখে নিন ডিপিএলের সময়সূচি

শ্রীলঙ্কা সফর শেষ হতে না হতেই শুরু হচ্ছে বঙ্গবন্ধু ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগ। জাতীয় দলের খেলোয়াড়েরা লংকানদের সাথে সিরিজ শেষ করেই যোগ দিয়েছেন যার যার দলে। ঢাকার তিন ভেন্যুতে ১২টি দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের আসর। 

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসর এবার শুরু হচ্ছে সোমবার (৩১ মে)। প্রথম পাঁচ রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী দিনে মাঠে নামবে সব দলই। তিনটি ভেন্যুতে হবে লিগের ম্যাচগুলো। বিকেএসপির দুটি মাঠ ও মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে খেলা। প্রতিটি ভেন্যুতে হবে দুটি করে ম্যাচ। প্রথমটি শুরু সকাল ৯টায়, দ্বিতীয়টি দুপুর দেড়টায়।

উদ্বোধনী দিনে বেলা ৯টায় মিরপুর স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ পারটেক্স। একই সময়ে বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অফ রূপগঞ্জ লড়বে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে। বিকেএসপির ৪ নম্বর মাঠেও একই সময় রয়েছে আরেকটি ম্যাচ, যেখানে প্রাইম দোলেশ্বর এর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।

একই দিনে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা দেড়টায়। শেখ জামাল ধানমন্ডি ক্লাব লড়বে খেলাঘর সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার সাথে মিরপুরের মাঠে। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক এর প্রতিপক্ষ গাজী গ্রুপ আর ৪ নম্বর মাঠে সাকিব আল হাসানের মোহামেডান লড়বে শাইনপুকুরের বিপক্ষে।

১ জুন
ভেন্যু: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
প্রাইম দোলেশ্বর-খেলাঘর (সকাল ৯টা), শেখ জামাল-গাজী গ্রুপ (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৩ নম্বর মাঠ
রূপগঞ্জ-ব্রাদার্স (সকাল ৯টা), মোহামেডান-পারটেক্স (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৪ নম্বর মাঠ
আবাহনী-ওল্ড ডিওএইচএস (সকাল ৯টা), প্রাইম ব্যাংক-শাইনপুকুর (দুপুর দেড়টা)

৩ জুন
ভেন্যু: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
প্রাইম ব্যাংক-মোহামেডান (সকাল ৯টা), আবাহনী-ব্রাদার্স (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৩ নম্বর মাঠ
প্রাইম দোলেশ্বর-গাজী গ্রুপ (সকাল ৯টা), শেখ জামাল-শাইনপুকুর (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৪ নম্বর মাঠ
রূপগঞ্জ-খেলাঘর (সকাল ৯টা), ব্রাদার্স-পারটেক্স (দুপুর দেড়টা)

৪ জুন
ভেন্যু: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
প্রাইম দোলেশ্বর-শাইনপুকুর (সকাল ৯টা), শেখ জামাল-মোহামেডান (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৩ নম্বর মাঠ
ব্রাদার্স-ওল্ড ডিওএইচএস (সকাল ৯টা), আবাহনী-খেলাঘর (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৪ নম্বর মাঠ
রূপগঞ্জ-গাজী গ্রুপ (সকাল ৯টা), প্রাইম ব্যাংক-পারটেক্স (দুপুর দেড়টা)

৬ জুন
ভেন্যু: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম
খেলাঘর-ওল্ড ডিওএইচএস (সকাল ৯টা), আবাহনী-গাজী গ্রুপ (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৩ নম্বর মাঠ
রূপগঞ্জ-শাইনপুকুর (সকাল ৯টা), ব্রাদার্স-পারটেক্স (দুপুর দেড়টা)
ভেন্যু: বিকেএসপি ৪ নম্বর মাঠ
প্রাইম দোলেশ্বর-মোহামেডান (সকাল ৯টা), শেখ জামাল-প্রাইম ব্যাংক (দুপুর দেড়টা)

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএল সফল হলে বিপিএল নিয়ে ভাববে বিসিবি

ডিপিএল সফল হলে বিপিএল নিয়ে ভাববে বিসিবি

সিপিএলে সাকিবের এনওসি পাওয়ার ‘সম্ভাবনা নেই’

সিপিএলে সাকিবের এনওসি পাওয়ার ‘সম্ভাবনা নেই’

মোহামেডানকে শিরোপা উপহার দিতে চান সাকিব

মোহামেডানকে শিরোপা উপহার দিতে চান সাকিব

যেটা আশা করেছিলাম তা হয়নি : সাকিব

যেটা আশা করেছিলাম তা হয়নি : সাকিব