ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ৯ম আসরে জামাইক্যা তালওয়াসের হয়ে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। সর্বশেষ চার মৌসুমে একই দলের হয়ে খেললেও এবার সাকিবের এনওসি পাওয়ার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান এমনটাই জানিয়েছেন।
চলতি বছরের ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে সিপিএলের ৯ম আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে মোট ছয়টি দল। আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটস এন্ড নেভিসে। করোনাভাইরাসের কারণে এক ভেন্যুতে লিগের সবগুলো অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন > সিপিএলে ফিরছেন সাকিব
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ ক্রিকেটে সে সময় ব্যস্ত সূচি থাকবে।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান শনিবার (২৮ মে) এ বিষয়ে ক্রিকবাজকে বলেছেন যে, তারা এখনো সিপিএলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। এছাড়া বিসিবি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ শক্তিশালী দল গঠনের প্রত্যাশা করছে।
আরও পড়ুন > ১৮ ম্যাচ পর সাকিবের ‘ডাক’
আকরাম খান বলেন, ‘আমরা এ বিষয়ে (সিপিএল এনওসি) কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। সময় এলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা অবশ্যই পুরো শক্তি দল নিয়ে তাদের (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) বিপক্ষে খেলতে চাই।’
এদিকে, দীর্ঘ ছুটি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে ফিরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান। সিরিজে নিজের পছন্দের জায়গা তিন নম্বরে ব্যাট করেও রান করতে পারেননি। তিন ম্যাচে মাত্র ১৯ রান ( ১৫, ০ এবং ৪) রান করেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]