ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ক্লাবটির হয়ে শুরু হতে যাওয়া ডিপিএলের শিরোাপা জয় করতে চান দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানান, শুধু ডিপিএলে নয়, মোহামেডান সব জায়গাতেই শিরোপা জিতুক সেটিও চান তিনি।
শনিবার (২৯ মে) রাজধানীর একটি হোটেলে লিগে মোহামেডানের জার্সিও উন্মোচন অনুষ্ঠানে দলনেতার বক্তব্যে সাকিব এসব কথা বলেন। শিরোপা লড়াইয়ের জন্য প্রথম ম্যাচ থেকেই জিততে চান তিনি।
সাকিব বলেন, ‘লক্ষ্য তো অবশ্যই থাকবে যেন তালিকার ওপরে থাকতে পারি। কিন্তু লিগটা আসলে অনেক বড়। এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম লক্ষ্য প্রথম ম্যাচটা জেতা, যেহেতু একের পর এক খেলা এবং টি-টোয়েন্টিতে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো দল ম্যাচ জয়ের সামর্থ্য রাখেন বলে বিশ্বাস করেন সাকিব আল হাসান। তার মতে যার দিন ভালো থাকবে সেই ম্যাচ জিতবে। এ বিষয়ে তিনি বলেন,‘টি-টোয়েন্টি ক্রিকেট এখানে বড় দল ছোট দল খুব একটা পার্থক্য রাখে না, দিনে যে ভাল খেলবে সেই জিতবে। তো সেই জায়গা থেকে ধারাবাহিকতা পাওয়া খুব গুরুত্বপূণ। চেষ্টা থাকবে আমরা যেন প্রথম ম্যাচেই ধারাবাহিকতা পেয়ে যাই এবং সেটা ধরে রাখতে পারি।’
বাংলাদেশের ক্রীড়াজগতে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হলো আবাহনী-মোহামেডান লড়াই। মোহামেডানের হয়ে খেলার কারণে আবাহনীর বিপক্ষে ম্যাচ নিয়ে সাকিবকেও কথা বলতে হয়েছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত আমি না শুধু, ক্লাবের যত সমর্থক আছে, কর্মকর্তারা আছে তারা সবাই ওই ম্যাচটি নিয়ে আগ্রহে আছে। কিন্তু ক্রিকেটারদের কাছে গুরুত্বপূর্ণ হলো প্রতি ম্যাচে ২টি করে পয়েন্ট। সেটা আমি আবাহনীর সাথে খেলছি না পারটেক্সের সাথে সেটা বিষয়টা। আমাদের টার্গেট হল ২টি পয়েন্ট। আমরা এই মানসিকতাটা সবসময় রাখতে চাই।’
দীর্ঘদিন পর সাকিব আল হাসান ডিপিএলে ফিরেছেন। ডিপিএলে ফেরাটা নিশ্চয় স্মরণীয় করে রাখতে চাবেন সাকিব আল হাসান। আর স্মরণীয় করে রাখার জন্য শিরোপা জয়ের থেকে বড় কিছু নিশ্চয় হতে পারে না।
স্পোর্টসমেইল২৪/আরএস/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]