করোনা মহামারির মাঝে শঙ্কায় পড়েছে ভারতের অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে মহামারির মাঝেও চলতি বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে বদ্ধ পরিকর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে ভারত থেকে অন্য কোথাও যেতে পারে বিশ্বকাপের আসরে।
ভারতের করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ফলে দ্বিতীয় অপশন হিসেবে ইতিমধ্যে সংযুক্ত আরব-আমিরাত বিশ্বকাপ ভ্যেনু হিসেবে ধরে রেখেছে আইসিসি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজনের আশা ছাড়ছে না। বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সময় চেয়ে আইসিসির দ্বারস্ত হচ্ছে বিসিসিআই।
বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই) শনিবার (২৯ মে) বিশেষ সাধারণ সভায় বসেছিল। সেখানেই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তা হলো- স্থগিত হওয়া আইপিএল আয়োজন এবং আইসিসির কাছে বিশ্বকাপের ভেন্যু সংক্রান্ত বিষয়ে সময়ের আবেদন করা।
আরও পড়ুন- স্থগিত আইপিএল আরব-আমিরাতে, সময় জানালো বিসিসিআই
ভারতের সম্ভব না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে আয়োজন করবে আইসিসি। তবে আরব আমিরাতে আয়োজিত হলেও ভারতের হাতেই থাকবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব।
তবে নিজেদের মাটিতেই বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক ভারত। এ জন্য তারা দেশের করোনা পরিস্থিতির মাঝে আইসিসির কাছে আরও কিছু সময় চাইবে। বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, আইসিসির কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য অতিরিক্ত সময়ের জন্য আবেদন করবে। বিশেষ সাধারণ সভা শেষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিসিআই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]