ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করছে বাংলাদেশ : মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১২ পিএম, ১৯ মার্চ ২০১৮
ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করছে বাংলাদেশ : মুশফিক

নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্ন ভেঙে গেলেও শেষ বল পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। শিরোপার কাছে গিয়েও তা স্পর্শ করতে না পারলেও নিজেদের দুর্দান্ত পারফরমেন্সে বাহবা কুড়িয়েছে টাইগাররা। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের মতে ধীরে হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে আত্মবিশ্বাস অর্জন করছে বাংলাদেশ।

টুর্নামেন্টের ফাইনাল শেষে আজ (সোমবার) দেশে ফিরেছন সাকিব-মুশফিকরা। দেশে ফিরে সংবাদিকদের মুশফিক বলেন, ‘গত কয়েক বছর ধরে আমরা টেস্ট ও ওয়ানডেতে ভালো পারফরমেন্স করে আসছি এবং আমাদের দিনে আমরা যেকোন দলকে হারাতে পারি। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা ধীর গতিতে আত্মবিশ্বাস অর্জন করছি।’

গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট-টি-ও টোয়েন্টিতে হারের লজ্জ পায় বাংলাদেশ। এমন অবস্থায় শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফিতে খেলতে যায় টাইগাররা। ভারতের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় টাইগাররা। লিগের দ্বিতীয় পর্বে আবারও ভারতের কাছে হার মানে মাহমুদুল্লাহর দল। তবে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঠিকই লঙ্কানদের আবারও হারিয়ে দেয় বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ইনিংসের কল্যাণে টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ।

শিরোপা নির্ধারণী ম্যাচেও ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে বাংলাদেশ। ভারতের ইনিংসের ১৮ ওভার পর্যন্ত ম্যাচ বাংলাদেশের পক্ষেই ছিল। কিন্তু রুবেল হোসেনর ১৯তম ওভারে ২২ রান ও শেষ ওভারে সৌম্য সরকারের কাছ থেকে ১৩ রান আদায় করে বাংলাদেশকে শিরোপা বঞ্চিত করেন উইকেটরক্ষক দিনেশ কার্তিক।

শিরোপা হাতছাড়া হলেও দলের পারফরমেন্সে খুশি হয়েছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। শেষে সতীর্থদের প্রশংসা করেছেন তিনি। তবে এখনো দলের অনেক কিছু শেখার বাকি আছে বলে মনে করেন বাংলাদেশের সাবেক দলপতি মুশফিক।

তিনি বলেন, ‘এটি সত্যি যে, আমরা এখনও টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো দল হতে পারিনি। আমরা এখনো অনেক কিছু শিখছি এবং উন্নতি করার চেষ্টা করছি। তবে এমন কিছু বিষয় আছে যেখানে আমরা উন্নতি করতে পারি এবং আমাদের টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরা এসব বিষয় জানেন।’

নিদাহাস ট্রফিতে বাংলাদেশকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন মুশফিক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৫ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৯৯ রান করেছেন মুশফিকুর। লিগের প্রথম পর্বে শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের টার্গেট স্পর্শ করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ৫টি চার ও ৪টি ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফলে রেকর্ড গড়ে বড় টার্গেট পূরণ করে জয় পায় বাংলাদেশ।

তবে সব কষ্ট ফাইনালে হারে শেষ হয়ে যায়। তারপরও এই আসরের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে বলে মনে করেন মুশফিকুর, ‘আমরা ফাইনাল খেলেছি। ফাইনাল খেলা আমাদের জন্য বড় অর্জনই ছিল। তবে ফাইনাল হারে সকলে কষ্ট পেয়েছে। কিন্তু আমরা অনুভব করছি, এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে এবং সামনের সিরিজগুলোতে ভালো খেলতে সহায়ক হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

হঠাৎ সরে দাঁড়ালেন স্যামুয়েলস-নারাইন

হঠাৎ সরে দাঁড়ালেন স্যামুয়েলস-নারাইন

ক্ষমা চেয়েছেন অনুতপ্ত রুবেল হোসেন

ক্ষমা চেয়েছেন অনুতপ্ত রুবেল হোসেন

দেশে ফিরলেন সাকিব-তামিমরা

দেশে ফিরলেন সাকিব-তামিমরা

‘নির্ভিক ক্রিকেট’ খেলায় রোহিতের মুখে বাংলাদেশের প্রসংশা

‘নির্ভিক ক্রিকেট’ খেলায় রোহিতের মুখে বাংলাদেশের প্রসংশা