সেইন্ট কিটসের হয়ে সিপিএল মাতাবেন গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২৯ মে ২০২১
সেইন্ট কিটসের হয়ে সিপিএল মাতাবেন গেইল

বয়স বেশি হলেও এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে চাহিদা কমেনি 'ইউনিভার্স বস' খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলের। ৪১ বছর বয়সেও ক্রিকেট মাতিয়ে যাচ্ছেন তিনি। এবার দল পেলেন ক্যারিবীয়ান সুপার লিগেও (সিপিএল)। সিপিএলের ৯ম আসরে ক্রিস গেইল খেলবেন সেইন্ট কিটস এন্ড ন্যাভিস প্যাট্রিয়সের হয়ে।

২০১৭ সালে ব্রেন লারা স্টেডিয়ামে প্যাট্রিয়সের হয়ে ফাইনাল ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি। যদিও সেবার শিরোপা জেতা হয়নি গেইলদের। নাইট রাইডার্স এর কাছে সেবার ফাইনাল হারতে হয়েছিল তাদের।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজসহ ওয়াসিমের বাজিতে চার দল!

এদিকে, গেইলের পাশাপাশি দলের শক্তি বাড়াতে প্যাট্রিয়স দলে ভিড়িয়েছে ডোয়াইন ব্রাভো এবং শেরফেইন রেদারফোডকে। আগস্টের ২৮ তারিখ থেকে মাঠে গড়াবে এবারের আসর। করোনার কারণে শুধু মাত্র এক ভেন্যুতে সকল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

বাংলাদেশি হিসেবে এবারের সিপিএলে সুযোগ পেয়েছে সাকিব সাকিব আল হাসান। এবারের সিপিএলে তিনি খেলবেন জামাইক্যা তালওয়াসের হয়ে। সাকিবের দল পাওয়ার বিষয়টি টুইটারে নিশ্চিত করেছে সিপিএল কতৃপক্ষ। সর্বশেষ চার মৌসুম আগে একই দলের হয়ে সিপিএলে মাঠে নেমেছিলেন সাকিব।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপ : ফাইনালে নতুন নিয়ম করলো আইসিসি

টেস্ট চ্যাম্পিয়নশিপ : ফাইনালে নতুন নিয়ম করলো আইসিসি

প্রোটোকল ভেঙেও সমস্যায় পড়ছে না নাসিম শাহ

প্রোটোকল ভেঙেও সমস্যায় পড়ছে না নাসিম শাহ

চুক্তিতে প্রমোশন পাচ্ছেন ফখর-হাসান আলি

চুক্তিতে প্রমোশন পাচ্ছেন ফখর-হাসান আলি

দুই দেশে করোনা টিকা নিবে ভারতীয় নারী ক্রিকেটাররা

দুই দেশে করোনা টিকা নিবে ভারতীয় নারী ক্রিকেটাররা