ঘরের মাঠে বিশ্বকাপ, দল হিসেবেও বেশ শক্তিশালী-সব কিছু মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ফেভারিট বলে দাবি করছেন ভারতের স্পিনার যুজভেন্দ্র চাহাল। আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা দৌড়ে ভারতই সবার থেকে এগিয়ে থাকবে বলে মত প্রকাশ করেন তিনি।
ঘরের মাঠে বিশ্বকাপ, তার উপর দলে রয়েছে বড় সব তারকা। সব কিছু মিলিয়ে লেগ স্পিনার চাহাল বিশ্বাস করেন আসন্ন বিশ্বকাপ জয়ের জন্য একটি দলের যা যা থাকা দরকার তার সবকিছুই রয়েছে ভারতের মাঝে।
যুজভেন্দ্র চাহাল বলেন, 'আমি মনে করি আমাদের যা যা দরকার সবই আছে। দলের মিড অর্ডার, স্পিনার, পেসার সবাই ই বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত হয়ে আছে। অভিজ্ঞতার কারণেই আমরা এই বিশ্বকাপে শিরোপা দৌড়ে এক নম্বরে থাকব।'
করোনাভাইরাসের কারণে পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি আইপিএল। এখনও প্রতিনিয়তই ভারতে বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এমতাবস্থায় শংকা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না হওয়ারও।
আইসিসি ইতিমধ্যেই ভারতের বিকল্প হিসেবে দুবাইকে বিবেচনায় রেখেছে। যদি ভারতের করোনা পরিস্থিত খুবই খারাপের দিকে থাকে সেক্ষেত্রে দুবাইয়ে অনুষ্ঠিত হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
দুবাইয়ে বিশ্বকাপ আয়োজন হলে ভারত কি হট ফেভারিট থাকবে? এমন প্রশ্নের জবাবে চাহাল বলেন, 'অবশ্যই। কারণ আমাদের সেখানে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে।'
চাহাল এই প্রসঙ্গে আরও বলেন, 'এশিয়ার যেখানেই খেলা হউক না কেন, উইকেট প্রায় একই। তবে একটাই খারাপ দিক যে, সেখানে ভারতীয় সমর্থক কম। ভারতে খেলা হলে আমরা প্রচুর সমর্থন পেতাম। এছাড়া বাকি সব কিছু প্রায় একই।'
সব কিছু ঠিক থাকলে ভারতের মাটিতে এ বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]