ঘরের মাঠে টানা তিনটি ভিন্ন ভিন্ন সিরিজের জন্য ১৮ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি। ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মোট ১৫ টি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে। প্রত্যেক দলের সাথেই খেলবে পাঁচ ম্যাচের করে টি-টোয়েন্টি সিরিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য রেখে তারুণ্য এবং অভিজ্ঞদের সমন্বয়ে দল সাজাচ্ছে উইন্ডিজ। দলে রয়েছেন বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানো ক্রিকেটারও। বিশ্বকাপের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কাঁপানো ক্রিকেটারদের দলে ফিরিয়ে এনেছে বোর্ড।
সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকা বেশিরভাগ ক্রিকেটারই আছেন এবারের দলে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের মধ্য দিয়েই দীর্ঘদিন পর দলে ফিরেছিলেন ক্যারিবিয়ান সিনিয়র ক্রিকেটাররা।
ওয়েস্ট ইন্ডিজ দল
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেট রক্ষক ও সহ-অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, ফিদেল এডওয়ার্ডস, অ্যান্দ্রে ফ্লেচার (উইকেট রক্ষক), ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, কেভিন সেনক্লিয়ার, ওশানে থমাস এবং হেইডেন ওয়ালশ জুনিয়র।
ওয়েস্ট ইন্ডিজ দলের টি-টোয়েন্টি সিরিজের সূচি
প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
১ম টি-টোয়েন্টি-২৬ জুন
২য় টি-টোয়েন্টি- ২৭ জুন
৩য় টি-টোয়েন্টি-২৯ জুন
৪র্থ টি-টোয়েন্টি-১ জুলাই
৫ম টি-টোয়েন্টি-৩ জুলাই
*সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট জর্জস
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
১ম টি-টোয়েন্টি-৯ জুলাই
২য় টি-টোয়েন্টি- ১০ জুলাই
৩য় টি-টোয়েন্টি-১২ জুলাই
৪র্থ টি-টোয়েন্টি-১৪ জুলাই
৫ম টি-টোয়েন্টি-১৬ জুলাই
*সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
প্রতিপক্ষ পাকিস্তান
১ম টি-টোয়েন্টি-২৭ জুলাই, ব্রিজটাউন
২য় টি-টোয়েন্টি- ২৮ জুলাই, ব্রিজটাউন
৩য় টি-টোয়েন্টি-৩১ জুলাই, গায়ানা
৪র্থ টি-টোয়েন্টি-১ আগস্ট,গায়ানা
৫ম টি-টোয়েন্টি-৩ আগস্ট,গায়ানা
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]