আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এবি ডি ভিলিয়ার্স, এ নিয়ে বেশ গুঞ্জন তৈরি হয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর চলাকালীন সময়ে জাতীয় দলের ফেরা ইচ্ছা প্রকাশ করেন সাবেক এ প্রোটিয়া ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ মার্ক বাউচারও তাকে জাতীয় দলে ফেরাতেও উদ্দ্যেগ নিয়েছিলেন। কিন্তু শেষমেশ জাতীয় দলে ফেরা হচ্ছে না তার।
মঙ্গলবার (১৮মে) আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এ দুই সিরিজের ডি ভিলিয়ার্স দলে ফিরতে পারেন বলে গুঞ্জন ছিল। তবে, দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে জায়গা হয়নি তার।
সিএসএ এক বিবৃতিতে জানায়, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সাথে ডি ভিলিয়ার্সের সাথে চূড়ান্ত আলোচনা হয়েছে। তিনি তার নিজের সিদ্ধান্তেই অটল রয়েছেন।
সাধারণ ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে আবারও দেখা যাবে ভিলিয়ার্স ঝড়। তবে নিজের সিদ্ধান্তে অটল থাকায় তা আর হচ্ছে না।
২০১৮ সালে মাত্র ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবি ডি ভিলিয়ার্স। এ সময়ে জাতীয় দলের হয়ে খেলেছিলেন ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি।
ক্যারিয়ারের সেরা ফর্মে থাকাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলে যাচ্ছেন তিনি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্দান্ত পারফর্মেন্স করার কারণে কোচ মার্ক বাউচার চেয়েছিলেন ডি ভিলিয়ার্স যেন জাতীয় দলে ফিরে আসেন। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখান করে দিয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]