নিদাহাস ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই সফরকারী দল বাংলাদেশ ও ভারত। অন্যদিকে স্বাগতিকরা ফাইনালের টিকিট না পাওয়ায় দশর্কই থেকে যাচ্ছেন। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এ ম্যাচটি শুরু হবের বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
বিধ্বস্ত অবস্থায় শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ। বছরের শুরু দুর্দান্ত করার পর হারের বৃত্ত ঘুরপাক খাচ্ছিল টাইগাররা। গত জানুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বের প্রথম তিন ম্যাচই জিতে দুর্দান্ত শুরু করে। তবে লিগ পর্বের শেষ ও ফাইনালে হারের লজ্জা পায় টাইগাররা। দু’বারই শ্রীলঙ্কার কাছে হার মানতে হয়।
ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দু’ম্যাচের টেস্ট সিরজেও ভালো করতে পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের দৃঢ়তায় চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র করলেও ঢাকায় দ্বিতীয় টেস্ট আড়াই দিনে হেরে যায় মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।
এছাড়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দু’ম্যাচেই হারের স্বাদ পায় টাইগাররা। তাই হারতে-হারতে বিধ্বস্ত হয়ে শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফি খেলতে নামে বাংলাদেশ।
নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেনি টাইগাররা। ভারতকে ১৪০ রানের টার্গেট দিয়ে ৬ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ছুড়ে দেয়া ২১৫ রানের টের্গেট টপকে জয় তুলে নেয় বাংলাদেশ।
নিজেদের তৃতীয় ম্যাচেও ভারতের কাছে হারে বাংলাদেশ। তবে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই আবারও জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
পক্ষান্তরে টুর্নামেন্টে লিগ পর্বে দু’বার টাইগারদের ও একবার শ্রীলঙ্কাকে হারানো ভারতের প্রতিপক্ষ আজ বাংলাদেশ। ফলে রোহিত শর্মার ভারতকে এবার হারানো প্রত্যয় বাংলাদেশে। ফলে গতকাল (শনিবার) ঘাম জড়িয়েছেন টাইগাররা। ভারতকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে অনুশীলন করেছেন সাকিব-তামিমরা।
তাদের অনুশীলনের ছবি পোস্ট করে বিসিবি এক টুইটে বলছে, ‘নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে রোববারের ফাইনাল ম্যাচ সামনে রেখে বাংলাদেশে ক্রিকেট দল অনুশীলন করেছে।’
বিসিবির টুইটে প্রকাশিত ছবিতে দেখা যায়, সাকিব নেটে ব্যাট প্রেক্টিস করছেন। এছাড়া ভারপ্রাপ্ত বাংলাদেশের হেড কোচ কোর্টনি ওয়ালশ বাকিদের বোলিং প্রেক্টিস দেখছেন। ব্যাটিং প্রেক্টিস করেন লিটন দাস ও ইমরুল কায়েসও।
এদিকে সাকিব গতকাল বলেছেন, ‘রিয়াদ ভাই অধিনায়ক থেকে একটা লক্ষ্য পূরণ করে দিয়ে গেছেন (ফাইনালে খেলা)। এখন আমার হয়তো নতুন লক্ষ্য। এটা চ্যাম্পিয়ন হওয়া।’
সাকিব আরও বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবারের ম্যাচ জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে আমরা ফাইনালে খেলতে চাই। ভারত এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল। ওদের বিপক্ষে ভালো করতে হলে আমাদরও সেরাটাই করতে হবে।’
অন্যদিকে লঙ্কানদের কাছে হেরে এবারের আসরে যাত্রা শুরু করে টিম ইন্ডিয়া। কিন্তু পরের তিন ম্যাচেই জয় তুলে নেয় রোহিত শর্মার দল। তবে বাংলাদেশকে খুব সহজ মনে করছেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
শর্মা বলেন, ‘বাংলাদেশ অবশ্যই শক্তিশালী দল। তাদেরকে হারাতে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। তবে আমরা গ্রুপ পর্বে যেভাবে খেলেছি ফাইনালেও সেভাবে খেলতে চাই। আমাদের এখন লক্ষ্য শিরোপা জয়। শিরোপা জয়ের ব্যাপারে দলের সবাই আত্মবিশ্বাসী।’
বাংলাদেশ দল
সাকিব আল-হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও নাজমুল ইসলাম অপু।
ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মানিশ পান্ডে, দিনেশ কার্তিক, দিপক হুদা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, বিজয় শংকর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকট, মোহাম্মদ সিরাজ ও ঋসভ পান্হ।