আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ পেল পুণে৷ শুক্রবার আইপিএল গর্ভনিং কাউন্সিলের বৈঠকের পর জানানো হয়েছে একটি এলিমিনেটর ও একটি সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ দেওয়া হয়েছে পুণতে৷ এমসিএ স্টেডিয়ামে ম্যাচ দুটি যথাক্রমে ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে৷ একাদশ আইপিএলে পুণে সুপারজায়ন্ট ফ্যাঞ্চাইজিটি না থাকলেও প্রবলভাবে যেন রয়ে গেল পুণে৷
শেষ মরশুমে পুণে সুপার জায়েন্ট ফ্যাঞ্চাইজি রানার্স হিসেবে শেষ করেছিল৷ তাই একাদশ আইপিএলের প্লে-অফ ম্যাচ পাওয়ার জন্য অনুরোধ করে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থা৷ সেই অনুরোধ মেনে নিয়ে পুণেতে দুটি প্লে-অফ ম্যাচ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইপিএল-এর চেয়ারম্যান রাজীব শুক্লা৷
তিনি আরও জানান,‘ নিয়ম অনুয়ায়ী গতবারের রানার্স দল প্লে-অফ আয়োজন করার সুযোগ পায়, পুণের দল এবার আইপিএলে না থাকলেও আয়োজক হিসেবে তারা যোগ্য দাবীদার৷ মিটিংয়ে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’
চেন্নাই ও রাজস্থান ফ্যাঞ্চাইজির দুবছরের নির্বাসনের সময়ে পরিবর্ত দল হিসেবে আইপিএল খেলেছিল পুণে ফ্যাঞ্চাইজি৷ প্রথমবার সেভাবে দাগ কাটতে না পারলেও দশম আইপিএলের ফাইনাল খেলে রাইজিং পুণে সুপারজায়েন্ট৷ ফাইনালে এই ফ্যাঞ্চাইজি মুম্বইয়ের কাছে হেরে দুনম্বরে আইপিএল অভিযান শেষ করে৷