ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে শ্রীলঙ্কার অভিজ্ঞ পেস বোলার লাসিথ মালিঙ্গা। ইতিমধ্যেই টেস্ট এবং ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। তবে টি-টোয়েন্টি থেকে এখনও অবসরে যাননি তিনি। সামনেই আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্বকাপের জন্য অভিজ্ঞ মালিঙ্গাকে বিবেচনায় রাখা হয়েছে বলে জানান শ্রীলঙ্কার নির্বাচক উইকরামাশিঙ্গে।
উইকরামাশিঙ্গে জানান, দ্রুতই নির্বাচক কমিটি মালিঙ্গার সাথে আলোচনায় বসবে। মালিঙ্গা কতটুকু প্রস্তুত বিশ্বকাপ খেলার জন্য সে বিষয় নিয়েও কথা হবে বলে জানান উইকরামাশিঙ্গে ।
তিনি বলেন, `আমরা মালিঙ্গার সাথে দ্রুতই আলাপে বসব। সে আমাদের ভবিষ্যৎ টি-টোয়েন্টি সিরিজ সহ বিশ্বকাপের জন্যও পরিকল্পনায় রয়েছে। `
একই সাথে উইকরামাশিঙ্গে শ্রীলঙ্কার হয়ে মালিঙ্গার অবদানের কথাও তুলে ধরেন। তিনি মনে করেন মালিঙ্গা যেকোন মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। উইকরামাশিঙ্গে বলেন, `আমাদের ভুলে গেলে চলবে না যে সে আমাদের একজন অভিজ্ঞ বোলার। তার অতীত পারফরম্যান্সই প্রমাণ করে তার দক্ষতা। আমরা তার সাথে কথা বলে তাকে নিয়ে আমাদের পরিকল্পনা গুলো জানাব।`
এদিকে, মালিঙ্গাও নির্বাচকদের সাথে আলাপ করতে মুখিয়ে আছেন। তিনি বলেন, `আমি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি থেকে অবসরে যায়নি। আমিও তাদের (নির্বাচকদের) সাথে দেখা করার জন্য মুখিয়ে আছি। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে তারা আমাকে কিভাবে মূল্যায়ন করে সেটা দেখার বিষয়।`
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]