নিদাহাস ট্রফির ফাইনালে ভারত বিপক্ষে শ্রীলঙ্কা খেলবে এটা নিশ্চিতই ধরে নিয়েছিল স্বাগতিকরা। না হলে এমন কাণ্ড করলো কিভাবে শ্রীলঙ্কা। সোশ্যাল সিডিয়া থেকে শুরু করে এখন এমনই কথা ছড়াচ্ছে। শ্রীলঙ্কা কি সত্যি এমনটা ধরেই নিয়েছিল?
ফাইনাল ম্যাচে আমন্ত্রিত অতিথিদের জন্য গাড়ির পাস ছাপিয়েছিল আয়োজকরা। সে রকম একটি পাসের ছবি নিজের ফেসবুকে ঘুরছে। সেই পাসের ছবি বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ও শেয়ার করেছেন। সেখানে তিনি তেমন কিছু মন্তব্য না করলেও অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লিখেন ফাইনাল। (????????????? Final)। বেশি কিছু না লিখেলেও যেটুকু লিখেছেন তাতে বোঝার বাকি কিছু নেই।
তার পোস্টের নিচে অনেকে প্রশ্ন করেছেন তাহলে কি আয়োজকরা ছোট চোখে দেখেছে বাংলাদেশকে?
শ্রীলঙ্কার এমন কাণ্ড দেখে বোঝা যায় তারা ধরেই নিয়েছিল ভারতের সঙ্গে বাংলাদেশ নয়, শ্রীলঙ্কাই ফাইনালে খেলবে। আর হয়তো এ জন্য মাঠে আস্পায়ারদের কিছুটা পক্ষপাত হতে দেখা যায়। যদিও সে পক্ষপাত আরর টেকেনি বাংলাদেশি খেলোয়াড়দের সামনে। টাইগাররা দেখিয়ে দিয়েছে তারা পারে গর্জন করতে সেটি হোক দেশের মাটিতে বা বিদেশে।
নিদহাস ট্রফিতে লঙ্কানদের দেওয়া ২১৫ রান তাড়া করে ইতিহাস গড়ে জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা পরে হারে ভারতের কাছে। বাংলাদেশকেও আবার হারিয়ে ফাইনালে পা রাখে রোহিত শর্মার দল। শেষ ম্যাচটা তাই হয়ে দাঁড়ায় অলিখিত সেমি-ফাইনালে। সেই ম্যাচে নাটকীয়ভাবে ছক্কা মেরে বাংলাদেশকে ফাইনালে উঠান মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ফাইনাল নিশ্চত হওয়ায় এখন ভারত-শ্রীলঙ্কা লেখাটি বাতির করতে শ্রীলঙ্কাকে।