নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ‘ভার্চুয়াল’ সেমি-ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আর এ জয়ে শেষ মুহূর্তে মূখ্য ভূমিকা পালন করেছেন টাইগার দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। তার ব্যাটিংয়েই বাংলাদেশ ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।
দলের জয়ে ভূমিকা রাখায় পুরস্কারও পেলেন তিনি। নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়।
ম্যাচটি চরম উত্তেজনাপূর্ণ ছিল। স্টেডিয়ামটির কাণায় কাণায় পূর্ণ ছিল শ্রীলঙ্কার দর্শক ও সমর্থকরা। উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে খেলার শেষ ওভারে এসে। শেষ ২ বলে বাংলাদেশের প্রয়োজন হয় ৬ রানের। ব্যাট হাতে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বাঁ-হাতি পেসার ইসুরু উদানার করা শেষ ওভারের পঞ্চম বলটি মাঠে বাইরে পাঠিয়ে ছক্কা আদায় করে নেন মাহমুদুল্লাহ। আর এ ছক্কাতেই শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ।
মাহমুদুল্লাহ রিয়াদ ৩৮ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন।