নারাইনের বোলিং নিয়ে আবারও সন্দেহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৬ মার্চ ২০১৮
নারাইনের বোলিং নিয়ে আবারও সন্দেহ

নতুন সমস্যায় পড়লেন ওয়েস্ট স্পিনার সুনিল নারাইন। সংযুক্ত আরব আমিরাতে চলমান পাকিস্তান সুপার লীগে(পিএসএল) নারাইনের বোলিং এ্যাকশন নিয়ে আম্পয়াররা বৃহস্পতিবার আবারো সন্দেহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা ।

লাহোর কালান্দার্সের হয়ে খেলা ২৯ বছর বয়সী নারাইনকে সতর্কীকরণের তালিকায় রাখা হয়েছে। তবে টুর্নামেন্টে খেলা চালিয়ে যেতে পারবেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শারজাহতে চলমান পিএসএল টি-২০ টুর্নামেন্টে বুধবার লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্লাডিয়েটর্সের মধ্যকার ম্যাচে নারাইনের বোলিং এ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন আম্পয়াররা।’

লাহোর ইতোমধ্যেই টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে।

পিসিবির বিবৃতিতে আরো বলা হয়, ‘নারাইনের বোলিং এ্যাকশন নিয়ে আম্পায়ারদের রিপোর্টটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের(সিডব্লুআই) কাছে পাঠানো হবে এবং তার সন্দেহজনক অবৈধ বোলিং এ্যাকশনের বিষয়টি সিডব্লুআই দেখভাল করবে।’

অবৈধ বোলিং এ্যাকশনের কারণে ভারতে অনুষ্ঠিত ২০১৪ চ্যাম্পিয়ন্স লীগে প্রথমবার রিপোর্টেড হন ওয়েস্ট ইন্ডজ জাতীয় দলের হয়ে ৬ টেস্ট, ৬৫ ওয়ানডে এবং ৪৮টি টি-২০ খেলা নারাইন।

সতর্কতা হিসেবে ২০১৫ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি এবং এ্যাকশন শুধরিয়ে পুনরায় খেলায় ফেরেন তিনি।

এরপর ২০১৬ সালে শ্রীলংকা সফরে বোলিং এ্যাকশনের জন্য আবারো রিপোর্টেড এবং সাময়িক নিষিদ্ধ হন নারাইন। পরবর্তীতে এ্যাকশন শুধরিয়ে আবারো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ছাড়পত্র পান তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

সোশ্যাল মিডিয়া বন্ধ, অসন্তোষ ভারতীয় ক্রিকেটারদের

সোশ্যাল মিডিয়া বন্ধ, অসন্তোষ ভারতীয় ক্রিকেটারদের

এপ্রিলেই কোচ, আর দেরি নয়

এপ্রিলেই কোচ, আর দেরি নয়

ওয়ার্নারের পর জরিমানার কবলে ডি কক

ওয়ার্নারের পর জরিমানার কবলে ডি কক

উত্তাপ নিয়েই মুখোমুখি হচ্ছে দ.আফ্রিকা-অস্ট্রেলিয়া

উত্তাপ নিয়েই মুখোমুখি হচ্ছে দ.আফ্রিকা-অস্ট্রেলিয়া