তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে পাকিস্তানকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের বোলিং তোপে শত রানও করতে পারেনি পাকিস্তান। নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতেই গুটিয়ে গেছে সফরকারীরা।
শুক্রবার (২৩ এপ্রিল) টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে। জবাবে জিম্বাবুয়ের বোলারদের বোলিং তোপে মাত্র ৯৯ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। স্বল্প রানের পূঁজি নিয়েও ১৯ রানের জয় তুলে নেয় স্বগাতিকরা। টি-টুয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের এটি প্রথম জয়।
জিম্বাবুয়ের হারারেতে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েও ব্যাটিং ব্যর্থতায় পড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ৩৮ রান আসে তিনাশে কামুনহুকামুই-এর ব্যাট থেকে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে রেগিস চাকাভার ব্যাটে। আর বাকি সবাই ছিলেন যাওয়া-আসার মাঝে।
পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলে খেলার সুযোগ মিলেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। চার ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে ২টি উইকেট নেন হাসনাইন। এছাড়া ৩ ওভারে ২৯ রান দিয়ে দানিশ আজিজও তুলে নেন ২ উইকেট।
১১৯ রানের স্বল্প টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানে ৭ম উইকেট হারানো পর আর কোন রানই নিতে পারেনি পাকিস্তান। বাকি ৩ উইকেট কোন রান না দিয়েই তুলে নেয় জিম্বাবুয়ে।
শুরুর দিকের ব্যাটাররা কিছুটা রান করতে পারলেও টেলএন্ডারদের চরম ব্যর্থতায় সহজ ম্যাচেও হারের স্বাদ নিয়ে হয় পাকিস্তানের। শুরুতে বাবর আজমের ৪১ ও মিডল অর্ডারে দানিশ আজিজের ২২ রান পাকিস্তানের জয়ের আশা জাগালেও শেষ দিকের ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় সফরকারীরা।
জিম্বাবুয়ের বোলারদের তোপে শেষ পাঁচ ব্যাটার মিলে পাকিস্তানের পক্ষে সংগ্রহ করে মাত্র ৯ রান! জিম্বাবুয়ের হয়ে লুক জংগি একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া ২ উইকেট লাভ করেন রাইয়ান।
এ জয়ে তিন ম্যাচ সিরিজের ১-১ এ সময় ফিরলো জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচে ১১ রানের জয় তুলে নিয়েছিল পাকিস্তা। তিন ম্যাচ সিরিজে ১-১ জয়ে সমতায় ফেরায় রোববারের (২৫ এপ্রিল) ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হলো।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]