নিদাহাস ট্রফিতে ‘ভার্চুয়াল’ সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আজ (শুক্রবার) রাত সাড়ে ৭টায় শ্রীলঙ্কায় শুরু হবে ম্যাচটি। জিতেলে ফাইলে পা, আর হারলেই বাদ। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের দলে ফিরেছেন ইনজুরিতে বাইরে থাকা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
বিসিবি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে রয়েছেন সাকিব আল হাসান। অর্থাৎ দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও টেস্ট এবং নিদহাস ট্রাফির নিজেদের তৃতীয় ম্যাচের পর আজ মাঠে নামবেন সাকিব। তবে প্রশ্ন হলো, সাকিবের পরিবর্তে একাদশ থেকে বাদ পড়ছেন কে?
টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের বরাত দিয়ে জাগো নিউজ জানিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের (শুক্রবার) ম্যাচের জন্য ১৩ জনের সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। যেখানে ভারতের বিরুদ্ধে খেলা ১১ জনের সবাই রয়েছেন। সেখানে নতুন করে যোগ হচ্ছেন সাকিব আল হাসান আর আরিফুল। তাদের মধ্য থেকে যেকোন ১১ জন খেলবে।
সূত্রে জানা গেছে, আজকের একাদশে সাকিব এবং আরিফুল খেলছেন এটা প্রায় নিশ্চিত। তাহলে বাদ পড়ছেন কে কে? জানা গেছে, সাব্বির এবং আবু হায়দার রনি বাদ পড়ার তালিকায় শীর্ষে রয়েছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আরিফুল/সাব্বির, রুবেল হোসেন, মোস্তাফিজ রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল অপু।