ভারতের ভিসা পাবেন বাবর আজমরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৮ এপ্রিল ২০২১
ভারতের ভিসা পাবেন বাবর আজমরা

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। দেশের মোট ৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। ভারতের অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপে পাকিস্তানের সফর নিয়ে জটিলতা ছিল। তবে পাকিস্তানসহ টুর্নামেন্টে অংশ নেওয়া কোনো দেশের ভিসা পেতে সমস্যা হবে না বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইর পক্ষ থেকে জাাননো হয়, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল। বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হওয়া বাকি ভেন্যুগুলো হলো- দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দারাবাদ, ধর্মশালা এবং লক্ষ্মৌ।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘প্রতিটি ভেন্যুকেই বিশ্বকাপের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রস্তুতি শুরু করে দিতে বলা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি মাথায় রাখা হচ্ছে এবং শেষ দিকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অক্টোবর-নভেম্বরে পরিস্থিতি কেমন থাকবে এখনই বলা মুশকিল। কিন্তু প্রস্তুতি শুরু করতেই হবে।’

এদিকে, রাজনৈতিক সংঘাতের কারণে পাকিস্তানের ভিসা না পাওয়ার গুঞ্জন উঠেছিল। তবে বিসিসিআইর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ভিসা পেতে পাকিস্তানসহ অন্য কোনো দেশের সমস্যা হবে না। তবে পাকিস্তানের সাধারণ দর্শকরা বিশ্বকাপ দেখার ভিসা পাবেন কি-না, এ বিষয়টি নিশ্চিত করেনি বিসিসিআই।

জয় শাহ বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভিসা সমস্যার সমাধান করা হয়েছে। তাদের ভিসা পেতে কোনো সমস্যা হবে না। তবে পাকিস্তানের দর্শকরা সীমান্ত পেরিয়ে খেলা দেখতে আসতে পারবে কি-না, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত হয়নি।’

২০১২ সালে সর্বশেষ ভারত সফর করেছিল পাকিস্তান। এরপর রাজনৈতিক টানাপোড়েনে আর কোনো দ্বিপাক্ষীক সিরিজে অংশ নেয়নি ভারত ও পাকিস্তান। শুধুমাত্র আইসিসির ইভেন্ট হলেই দেখা হয় বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দির।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত বিশ্বকাপের ভেন্যু ‘ছয় থেকে নয়’

ভারত বিশ্বকাপের ভেন্যু ‘ছয় থেকে নয়’

আইসিসির মন্তব্যে নড়েচড়ে বসেছে বিসিসিআই

আইসিসির মন্তব্যে নড়েচড়ে বসেছে বিসিসিআই

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে

তিনটি বিশ্বকাপই জিততে চান ফিঞ্চ

তিনটি বিশ্বকাপই জিততে চান ফিঞ্চ