টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানের বাজিমাত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫২ এএম, ১৭ এপ্রিল ২০২১
টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানের বাজিমাত

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ জয় করলো সফররত পাকিস্তান। চার ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেটে জয় তুলে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

শুক্রবার (১৬ এপ্রিল) সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে পরে ১৯ দশমিক ৩ বলে ১৪৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ডুসেন।

১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৪ রান করেন ফখর জামান।

ব্যাট করতে নেমেও পাকিস্তানও হারের শঙ্কায় পড়েছিল। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় তারা। তবে ওয়ানডাউনে উইকেটে এসে ব্যাট হাতে দলের জয়ের পথে অবদান রাখে ফখর জামান। ৩৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি।

এরপরই বদলাতে থাকে ম্যাচের চিত্র। মোহাম্মদ হাফিজ, হায়দার আলী, আসিফ আলি ও ফাহিম দ্রুত সাজঘরে ফিরলে চাপে পড়ে পাকিস্তান। ৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান পড়ে হারের শঙ্কাও জাগে পাকিস্তান শিবিরে। তবে সেখান থেকে দলকে ফেরান নওয়াজ।

পাকিস্তানের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন পড়ে ৬ রান। প্রথম ৪ বলে চার রান নেয় পাকিস্তান। পঞ্চম বলে ছক্কায় নওয়াজ দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ২১ বলে অপরাজিত ২৫ রান করে তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পারফরম্যান্স দিয়েই শোয়েবকে উচিত জবাব দিল বাবর

পারফরম্যান্স দিয়েই শোয়েবকে উচিত জবাব দিল বাবর

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বাবর

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বাবর

বাবরের ব্যাটিং তাণ্ডব, প্রোটিয়ার পাহাড় ডিঙিয়ে পাকিস্তানের জয়

বাবরের ব্যাটিং তাণ্ডব, প্রোটিয়ার পাহাড় ডিঙিয়ে পাকিস্তানের জয়

আকমল ‘গরীব’, মানছে না পিসিবি

আকমল ‘গরীব’, মানছে না পিসিবি